জয়ের স্বাদ পেল মরক্কো বিশ্বকাপে এই প্রথম

Published By: Khabar India Online | Published On:

ইতিহাসে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে মরক্কো নারী বিশ্বকাপে। রবিবার অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ইবতিসাম জরাইদির একমাত্র গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করেন মরক্কো।

প্রথম বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকান নারী দলটি তাদের অভিষেক ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিলো। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এই বিশ্ব আসরে এই জয়টি শেষ ষোলোতে যাবার পথটিও উন্মুক্ত করে নিলেন মরক্কান নারীদের।এটি হচ্ছে বিশ্ব মঞ্চে মরক্কো নারী দলের প্রথম জয়।

আরও পড়ুন -  IND vs AUS World Cup Final 2023: ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করতে পারে অস্ট্রেলিয়ার এই ৫ ক্রিকেটার

হিজাব পড়ে মাঠে নেমে বিশ্বকাপে প্রথম কোনো নারী হিসেবে অংশগ্রহণের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়েছেন ডিফেন্ডার নুহাইল বেনজিনা।

অ্যাডিলেডে ১৩ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নিয়ে ফরাসি কোচ রেনাল্ড পেড্রোসকে আনন্দের জোয়ারে ভাসান তার শিষ্যরা। হানানে আইত এল হাজের ক্রসের বল এগিয়ে গিয়ে দর্শনীয় হেডে জালে জড়ান ফরোয়ার্ড জরাইদি।

আরও পড়ুন -  টিভিতে দেখুন খেলা, ক্রিকেট, ফুটবল ও অন্য খেলা, আজকের

অংশ নেয়া দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে নিচের সারিতে থাকা দলগুলোর একটি মরক্কো। বিশ্ব র্যাংকিংয়ে তাদের অবস্থান ৭২তম। যে দলটি হারিয়ে দিয়েছে ১৭তম র্যাংকে থাকা কোরিয়ানদের।কিন্তু ময়দানি লড়াইয়ে তুলনামূলকভাবে এগিয়ে ছিল মরক্কান নারীরাই। শুরুতে গোল করেই ম্যাচের লিড নেয়।

আরও পড়ুন -  Lionel Scaloni: নিজেদের স্টাইলেই খেলবে আর্জেন্টিনাঃ কোচ লিওনেল স্কালোনি

শেষে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। আক্রমনভাগের ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি। আরও একবার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়া কোরিয়ান নারী দল।

ছবিঃ সংগৃহীত।