Australia: সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত অস্ট্রেলিয়ায়, নিখোঁজ ৪

Published By: Khabar India Online | Published On:

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত অস্ট্রেলিয়ায়, নিখোঁজ ৪।

একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে, এ ঘটনায় চারজন নিখোঁজ।

এমআরএইচ-৯০ তাইপান হেলিকপ্টারটি স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে হুইটসানডে দ্বীপের কাছে বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

আরও পড়ুন -  Nepal Floods: বন্যা ও ভূমিধসে নিখোঁজ ২৫, নেপালে

বিবিসির তথ্যমতে, অস্ট্রেলিয়া ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে একটি রাত্রিকালীন প্রশিক্ষণ চলার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, এই ঘটনায় খুব দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ চারজনের খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন -  France: ফ্রান্সজুড়ে ধর্মঘট, পেনশন নীতি সংস্কারের প্রতিবাদে

তিনি বলেন, এমআরএইচ-৯০ তাইপান হেলিকপ্টারটি স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে হুইটসানডে দ্বীপের কাছে বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেন, এটি আমাদের জন্য একটি ‘ভয়াবহ মুহূর্ত’। বর্তমানে আমাদের মূল লক্ষ্য নিখোঁজদের খুঁজে বের করা ও তাদের পরিবার এবং আমাদের দলের বাকি সদস্যদের পাশে দাঁড়ানো।এই প্রশিক্ষণে জাপান, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার সৈন্যরাও রয়েছে।

আরও পড়ুন -  Bhojpuri: রোমান্টিক গানের সাথে মোনালিসার সঙ্গে রোমান্স এ মাতামাতি করলেন পবন সিং, এর পরে লাখ লাখ ভিউ