Cambodia: পদত্যাগের ঘোষণা করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

Published By: Khabar India Online | Published On:

পদত্যাগের ঘোষণা করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।সাথে জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে তার ছেলে হুন মানেটর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।দীর্ঘ ৩৮ বছর কম্বোডিয়ার ক্ষমতায় ছিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, কম্বোডিয়ার হুন সেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নেতাদের একজন। গত ৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় আছেন ৭০ বছর বয়সী হুন সেন।

আরও পড়ুন -  Boris Johnson: বরিস জনসন পদত্যাগ করছেন

চলতি সপ্তাহে কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে তার দল ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তিনদিন পর হুন এই ঘোষণা করলেন।

সম্প্রতি কম্বোডিয়ার ওপরে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু না হওয়ার কারণে।

আরও পড়ুন -  Coromondol Express Accident: কোনো অপরাধীকে রেয়াত করা হবেনা, করোমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পরিদর্শনে গিয়ে বললেনঃ মোদী

হুন সেন বলেছেন, তার ছেলেকে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিশেষ সম্প্রচারে তিনি বলেন, তিনি পদত্যাগ করবেন কারণ তার পদে থাকা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।তিনি ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টির নেতৃত্ব ধরে রাখবেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন -  সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে চলছে লকডাউন

হুনের জ্যেষ্ঠ পুত্র ৪৫ বছর বয়সী হুন মানেট দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর পদের জন্য প্রস্তুত ছিলেন। তিনি রয়্যাল কম্বোডিয়ান সেনাবাহিনীর একজন কমান্ডার ছিলেন।গত রবিবার নির্বাচনে সিপিপির সঙ্গে অংশ নিয়েছিল আরও ১৭টি রাজনৈতিক দল। প্রধান বিরোধীদলকে নির্বাচনের আগে অযোগ্য ঘোষণা করে দিয়েছিলো।

ছবিঃ সংগৃহীত