প্রায় দুই হাজার মৃত পেঙ্গুইন ভেসে এলো উপকূলে

Published By: Khabar India Online | Published On:

প্রায় দুই হাজার মৃত পেঙ্গুইন ভেসে এলো উপকূলে।

গত দশ দিনে প্রায় দুই হাজার পেঙ্গুইন মৃত অবস্থায় দেখা গেছে উরুগুয়ের পূর্ব উপকূলে।এই মৃত্যুকে রহস্যজনক বলে মন্তব্য করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, এর জন্য এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দায়ী নয়।

পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণিবিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন বলেন, মৃতের অধিকাংশই অল্পবয়সী ম্যাগেলানিক পেঙ্গুইন, তারা আল্টান্টিক মহাসাগরে মারা গেছে। সেখান থেকে স্রোতে ভেসে উরুগুয়ে উপকূলে পড়েছে।

আরও পড়ুন -  Social Media: হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা, বিশ্বজুড়ে ব্যাহত

বেশির ভাগই জলেতে মারা গেছে। নব্বই শতাংশ নমুনাতেই চর্বি মজুদ ছিল না, পাকস্থলীও ছিল শূন্য। এসব নমুনা পরীক্ষা করে দেখা গেছে, তারা এভিয়ান ইনফ্লুয়েঞ্জামুক্ত ছিল।

আরও পড়ুন -  Amitabh Bachchan: নাতি অগস্ত্য ফাঁস করলেন অমিতাভের বদভ্যাস, ৮০ বছরে পা দিয়েও

ম্যাগেলানিক পেঙ্গুইন দক্ষিণ আর্জেন্টিনায় বাড়ি তৈরি করে। দক্ষিণে শীতের সময় তারা খাবার এবং উষ্ণ জলের খোঁজে উত্তরে চলে আসে। ব্রাজিলের এসপিরিটো সানতোর উপকূলে চলে আসে। লেইজাগোয়েন বলেন,অল্প কিছু মারা যাওয়া স্বাভাবিক, সেটি এতো সংখ্যক নয়। গত বছর ব্রাজিলে এমন সংখ্যক পেঙ্গুইন মারা গিয়েছিল, তার কারণ অজানা ছিল।

আরও পড়ুন -  নিকিতা তোমারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ

লেগুনা রি রোচা সংরক্ষিত এলাকার পরিচালক হেক্টর কায়মারিস বলেন, আল্টান্টিক উপকূলে তিনি ছয় মাইলের মধ্যে পাঁচশ’র বেশি মৃত পেঙ্গুইন দেখেছেন।

সূত্রঃ দ্য ন্যাশনাল। ছবিঃ সংগৃহীত