চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত, নিহত ৩, ইউক্রেনে রুশ হামলায়

Published By: Khabar India Online | Published On:

চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত, নিহত ৩, ইউক্রেনে রুশ হামলায়।

ইউক্রেনে চীনের এক কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায়। রুশ বাহিনীর পৃথক হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইউক্রেনে বিভিন্ন জায়গায় রুশ বাহিনী এ হামলা চালায়।

আরও পড়ুন -  স্ত্রী অর্পিতার সাথে বিবাহ বিচ্ছেদ ঘোষণা, বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ ইউক্রেনের বন্দর শহরগুলোতে টানা তৃতীয় বার রাতের বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত তিনজন নিহত ও একটি চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর শহর ওদেসার চীনা কনস্যুলেটে অন্তত একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে, এই রকম একটি ছবি পোস্ট করেছেন। চীনা ওই কনস্যুলেটে অন্য কোনো ক্ষতির চিহ্ন নেই। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন।

আরও পড়ুন -  আলোর উৎসব দীপাবলি পূর্ণ উৎসাহের সাথে উদযাপিত হচ্ছে, প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন

রুশ হামলায় ইউক্রেনে চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রুশ-মিত্র বেইজিং।

অপর একটি ইউক্রেনীয় বন্দর নগরীতে রুশ হামলায় চীনের জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষিপণ্য ধ্বংস হয়ে গেছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করার একদিন পর এ হামলার ঘটনা হলো।

আরও পড়ুন -  ১০-১৫ রান কম করেছিঃ সাকিব আল হাসান

ছবিঃ সংগৃহীত