Bank Holiday: বন্ধ থাকবে ব্যাঙ্ক আগস্ট মাসে জরুরি কাজ করে নিন, RBI প্রকাশিত ছুটির দিনগুলি

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে ব্যাঙ্ক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলে জানেন।নানান গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষকে ব্যাঙ্কে যেতে হয়। যদি ব্যাঙ্ক বন্ধ থাকে, খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে।টাকার জোগাড় না হলে বড়ই অসহায় পরতে হয় মানুষকে। সেই কারণে সকলকে আগে থাকতে জেনে নেওয়া দরকার কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। তাহলে অসুবিধার পরতে হবে না

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, শনি এবং রবিবারসহ আগস্ট মাসে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগস্ট মাসে ৪ টি রবিবার রয়েছে। দ্বিতীয় ও চতুর্থ রবিবারগুলি ব্যাংক ছুটির দিন। এই ৬ টি সারা দেশে ছুটি নির্দিষ্ট করা হয়েছে। এই ছুটির কিছু দেশজুড়ে ব্যাঙ্কগুলিতে প্রযোজ্য হবে, যখন কিছু নির্দিষ্ট রাজ্য এবং অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে৷ প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার খোলা থাকে। কিন্তু ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যেমন Google Pay, Phone Pay এবং Paytm ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি চলবে।

আরও পড়ুন -  ১৩ কোটিরও বেশি নমুনা পরীক্ষা সহ ভারত করোনা মোকাবিলায় আরও একটি মাইলফলক অর্জন করেছে

আগস্ট মাসে ব্যাঙ্ক ছুটির দিনগুলিঃ
6 আগস্ট 2023 – রবিবার
8 আগস্ট, 2023 – টেন্ডং লো রাম ফট
12 আগস্ট 2023 – দ্বিতীয় শনিবার
13 আগস্ট 2023 – রবিবার
15 আগস্ট 2023 – স্বাধীনতা দিবস
16 আগস্ট 2023 – পারসি নববর্ষ (শাহেনশাহী)
18 আগস্ট, 2023 – শ্রীমন্ত শঙ্করদেবের তারিখ
20 আগস্ট 2023 – রবিবার
26 আগস্ট 2023 – চতুর্থ শনিবার
27 আগস্ট 2023 – রবিবার
28 আগস্ট 2023 – প্রথম ওনাম
29 আগস্ট 2023 – তিরুভোনম
30 আগস্ট 2023 – রক্ষা বন্ধন
31 আগস্ট 2023 – রক্ষা বন্ধন / শ্রী নারায়ণ গুরু জয়ন্তী / পাং-লাবসোল

আরও পড়ুন -  ব্যাঙ্ক দায়ী থাকবে না, SBI সময় বেঁধে দিল

এই দিনগুলি লিখে রাখুন। আগে গিয়ে ব্যাঙ্কের কাজ গুলো করে ফেলুন।