ঘনিষ্ঠ দৃশ্যে সীমা অতিক্রম করেছেন কাজল ওয়েব সিরিজের অনেক আগে

Published By: Khabar India Online | Published On:

এখন ওটিটি নিয়ে এইসময়ে খুব আগ্রহী সেলিব্রিটিদের অধিকাংশ প্রায়। বলিউডের তাবড় তাবড় নায়ক এবং নায়িকাদের ভরসাস্থল বলতে এখন ওয়েব দুনিয়া। ওটিটির মাধ্যমে অনেক বেশি দর্শকদের কাছে পৌঁছে যাওয়া যায় খুব সহজে।

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) এবং সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) আগেই ওয়েব সিরিজে ডেবিউ করেছেন।এবার সেই পথে হাঁটলেন কাজল (Kajol)। এসেই জয় করে নিলেন ওটিটির জগতকে। 14 ই জুলাই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হয়েছে কাজলের ডেবিউ ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। ওয়েব সিরিজে তাঁর বিপরীতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত (Jissu U. Sengupta)। অভিনয় তো বটেই, যীশুর সাথে কাজলের চুম্বন দৃশ্য চর্চিত শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন -  Neha Dhupia: গর্ভে এসে গিয়েছিল সন্তান, বিয়ের আগেই, ৭২ ঘন্টায় সাহসী সিদ্ধান্ত নিয়েছিলো নেহা

অন্যতম কারণ হল মাঝের আঠাশটি বছর। দীর্ঘ আঠাশ বছর পর ‘দ্য ট্রায়াল’-এর জন্য নিজের শর্ত ভেঙে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন কাজল।

‘দ্য ট্রায়াল’-এ যীশু অভিনয় করেছেন কাজলের স্বামীর চরিত্রে। স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য তো বটেই, কাজল তাঁর অনস্ক্রিন প্রাক্তন প্রেমিক আলি খান (Aly Khan)-এর সাথেও চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। চিত্রনাট্যের কারণে দুটি চুম্বন দৃশ্য প্রয়োজন ছিল। শর্ত ভেঙেছেন কাজল। ওয়েব সিরিজের ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার আগেই আলি একজন ইউটিউবারের সাথে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘দ্য ট্রায়াল’-এ কাজলের সাথে তাঁর চুম্বন দৃশ্য রয়েছে।

আরও পড়ুন -  বড় দায়িত্ব পেতে চলেছে অভিষেক, আজ হাইভোল্টেজ বৈঠক

আগে 1992 সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম ‘বেখুদি’-তে কাজল লিপলক কিস করেছিলেন তাঁর সহ-অভিনেতা কমল সাড়ানাহ (Kamal Sadanah)-কে। 1994 সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম ‘ইয়ে দিল্লাগি’-তে অক্ষয় কুমার (Akshay Kumar)-এর বিপরীতে অভিনয় করেছিলেন কাজল। সেই ফিল্মে বৃষ্টিস্নাত কাজল এবং অক্ষয়কে অন্তরঙ্গ গভীর ভাবে চুম্বন করতে দেখা গেছে।

আরও পড়ুন -  অভিনেত্রী স্নেহা পল ভদ্রতার সবকিছুর সীমা ভেঙ্গে চুরমার করলেন, ভুল করে বাড়ির ছোটদের সামনে একদম দেখবেন না এই সিরিজ

তারপর থেকে আর চুম্বন দৃশ্যে অভিনয় করেননি কাজল।চিত্রনাট্যে কাহিনীর কারণে ‘দ্য ট্রায়াল’-এ নতুন রূপে দেখা গেল তাঁকে আবার সেই আগের রূপে।

 

View this post on Instagram

 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)