‘বাবার ফাঁদ’, বাংলা ওয়েব সিরিজ, বাচ্চার সামনে একদম দেখবেন না

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে ডিজিটাল যুগের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে টিভি বা রেডিও প্রায় অবলুপ্তির দিকে। এই সময়ে প্রত্যেক মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া দুনিয়া।

মাত্র এক ক্লিকেই ইন্টারনেট দুনিয়াতে পাওয়া যায় সমস্ত রকমের তথ্য সাথে নানান ধরনের ঘটে যাওয়া মজাদার জিনিস। সেই কারণে প্রত্যেকটি মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের বিনোদনের রস খুঁজে নিচ্ছেন। এখনকার দিনে বেশ কিছু সিরিয়াল ও অন্যান্য ছোটখাটো সিনেমা ইন্টারনেট দুনিয়াতে সহজে পাওয়া যায়।

আরও পড়ুন -  Lata Mangeshkar: লতাজির শেষকৃত্যে উপস্থিত থাকলেন স্বয়ং প্রধানমন্ত্রী

ইন্টারনেট দুনিয়াতে একটি জনপ্রিয় অ্যাপ হল ইউটিউব। এখানে বিভিন্ন ধরনের মজাদার বিনোদনের ভিডিও পোস্ট হয়। মাঝে মাঝে পোস্ট হয় কিছু শিক্ষামূলক ভিডিও। আবার ইউটিউবে ব্যাপক ভাইরাল হচ্ছে কিছু এডাল্ট ওয়েব সিরিজ, যেটা দেখলে রাতের ঘুম চলে যাবে। এই সমস্ত ওয়েব সিরিজে এমন সম্পর্কে জটিলতা দেখানো হয়, যা সাধারণ মানুষ হিসেবে চিন্তা করাও খুব কঠিন। এই সমস্ত ওয়েব সিরিজ বহু মানুষ দেখছেন। সেই জন্য ইউটিউবে এইসব ভিডিও পোস্ট করলেই এক মুহূর্তের মধ্যে ইন্টারনেট জগতে ভাইরাল হয়।

আরও পড়ুন -  নৃত্যশিল্পীর ভূমিকায় আত্মপ্রকাশ ইমন

কিছুদিন আগে আল্ট্রা বেঙ্গলি নামক একটি ইউটিউব চ্যানেলে একটি ওয়েব সিরিজ ভিডিও পোস্ট করা হয় যা ‘মুখোশের অন্তরালে‘ সিরিজ। নাম ‘বাবার ফাঁদ‘। এই বাংলা ওয়েব সিরিজটিতে রয়েছে মুহূর্তে মুহূর্তে গভীর অন্তরঙ্গ কামুক দৃশ্য ভরা।

এই রকম থাকার কারন, সমাজের এক প্রচলিত সমস্যার সাবধানবাণী। ভাইরাল এই ওয়েব সিরিজের কাহিনী শুরু হয়েছে এক শাশুড়ি ও তার দুই বৌমাকে নিয়ে।এখানে দেখা যায় ওই বাড়িতে আসেন এক বাবা। ভক্তির বশে সকলে ওই বাবাকে আমন্ত্রণ জানালেও ওই সংসারের সমস্যার কারণ হয়ে দাঁড়ান। এরপর ওই সাধুবাবা বাড়ির দুই বৌমাকে ছলেবলে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করান। এরপর কি হয়েছে? দেখতে বা জানতে ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে দেখে নিতে হবে এই ‘মুখোশের অন্তরালে‘ ওয়েব সিরিজ। এই ভিডিওটি ১৪ লাখের বেশি মানুষ দেখেছেন সাথে ৪ লাখের বেশি মানুষ লাইক করে ফেলেছেন।

আরও পড়ুন -  প্রয়াত ব্যায়ামবীর অমলেন্দু ভাদুড়ীর স্মৃতি রক্ষার্থে এক দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা