বড় খবর Ration Card নিয়ে, তাড়াতাড়ি করে ফেলুন এই কাজটি, না করে থাকলে রেশন বন্ধ হবে।
যদি সরকারের রেশন ব্যবস্থার সুবিধা নিয়ে থাকেন, এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। জানিয়ে রাখি যে, এবার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করা বাধ্যতামূলক। এই আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক না করলে রেশন পাবেন না। এই আধার এবং রেশন কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে সরকার। আগে লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার এবার আধারের সঙ্গে রেশন কার্ড লিংক করার সময়সীমা বাড়িয়ে শেষ তারিখ করেছে ৩০ শে সেপ্টেম্বর ২০২৩। ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও জনবণ্টন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় সরকার এই আধার ও রেশন কার্ড লিংক করাতে চায় কারণ তারা রেশন ব্যবস্থায় কার্ডের অপব্যবহার সাথে রেশন কার্ড সংক্রান্ত সমস্ত ঝামেলার অবসান বন্ধ করবে। ডিজিটাইজেশনের দায়িত্বে থাকা খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের উপসচিব নেত্রা মানকেম বলেছেন যে,মহারাষ্ট্রে ২.৫৬ কোটি রেশন কার্ডধারী রয়েছে। মহারাষ্ট্রের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২৪.৪ লক্ষ লোক অন্ত্যোদয় আন্না যোজনার সুবিধাভোগী, যেটা দরিদ্র পরিবারগুলিকে উচ্চ ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করে।
বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে মাত্র দু মিনিটে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারেন। সুবিধার জন্য দেয়া হলো এই লিংক করার প্রণালীর স্টেপ বাই স্টেপ।
সর্ব প্রথম খাদ্য দফতরের ওয়েবসাইট www.wbpds.gov.in খুলুন।
তারপরে, ‘রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করুন’ বিকল্পটি নির্বাচন করে ফেলুন।
রেশন কার্ড নম্বর লিখুন।
‘লিঙ্ক আধার ও মোবাইল নম্বর’ বিকল্পটি নির্বাচন করুন।
এখন আপনার আধার নম্বর লিখে ফেলুন।
আপনার ফোনে একটি ওটিপি আসবে, এটি লিখে ফেলুন।
রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন।
আধার এবং রেশন কার্ড লিঙ্ক হওয়ার পরে আপনি একটি এসএমএস পাবেন। এই ভাবে অনুসরণ করে কাজটি করে ফেলুন।