Nabanita Das: নববধূর সাজে নবনীতা!

Published By: Khabar India Online | Published On:

এই সবে জিতু কমল (Jeetu Kamal) এবং নবনীতা দাস (Nabanita Das)-এর বিবাহ বিচ্ছেদের খবর আলোচনায় এসেছিলো নেট জগতে। জিতু তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে না চাইলেও তাঁর সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে দায়ী করা হচ্ছে এই ঘটনার জন্য।

সেই জন্য মুখ খুলতে বাধ্য হয়েছেন নবনীতা। তিনি জানিয়েছেন, তাঁর এবং জিতুর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত তাঁদের একান্ত নিজস্ব। কিন্তু বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের মাঝেই নবনীতা শেয়ার করেছেন নববধূর বেশে তাঁর একটি ছবি।

আরও পড়ুন -  Brazil Fans In Bangladesh: টুইটারে ফিফার পোস্ট, বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের নিয়ে

রবিবার ইন্সটাগ্রামে নবনীতা একটি ছবি শেয়ার করেছেন যাতে তাঁর পরনে রয়েছে বেনারসি। আটপৌরে ধরনে বেনারসি পরে মাথায় ঘোমটা দিয়েছেন নবনীতা। গলায় রয়েছে নেকপিস, নেকলেস সাথে সীতাহার। নাকে রয়েছে নথ। কানে ঝুমকো। দুই হাতে রয়েছে চুড়ি এবং বালা। হাতের আঙুলে রয়েছে বিভিন্ন ডিজাইনের আংটি। কোমরে রয়েছে কোমরবন্ধ। উজ্জ্বল মেকআপ নিয়েছেন নবনীতা। ঠোঁট-এ ছিলো ডিপ লিপস্টিক। কপালে আছে টিপ। নবনীতা ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলেছেন। ছবিটি সাদা-কালো। এই ছবি শেয়ার করে নবনীতা লিখেছেন, প্রত্যেক শাড়ি একটি গল্প বলে। তাঁর শাড়ির কাহিনী কি বোঝা যাচ্ছে বলে নেটিজেনদের দিকে প্রশ্ন ছুঁড়েছেন নবনীতা।

আরও পড়ুন -  Didier Ole-Nicole: কোচ দিদিয়ের ওলে-নিকোলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ছুটিতে পিএসজি কোচ

নেটিজেনদের একাংশের মতে, তাঁকে পুরানো জমানার জমিদার গিন্নীর মতো দেখতে লাগছে। আবার অনেকে জিজ্ঞাসা করেছেন, এত সুন্দর ছবিটি নবনীতা কেন সাদা-কালো করেছেন! অনুরাগীদের একাংশের অনুরোধ, জিতু এবং নবনীতা আলাদা না হয়ে তাঁদের সমস্যার সমাধান করে আবারও একসাথে থাকুন।

আরও পড়ুন -  ‘ রোডিজ ’ খ্যাত রণবিজয় সিং সন্তানের বাবা হলেন, পুত্রসন্তানের আঙুলের ছবি শেয়ার করেছেন

বহুদিন পর আবার অভিনয়ে ফিরেছেন নবনীতা। এখন সান বাংলা চ্যানেলের ধারাবাহিক ‘বিয়ের ফুল’-এ অভিনয় করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)