TRP: ‘জগদ্ধাত্রী’ সরে গেল ‘ফুলকি’র দাপটে, টিআরপি তালিকায় কোন স্থানে আছে ‘অনুরাগের ছোঁয়া’

Published By: Khabar India Online | Published On:

TRP: ‘জগদ্ধাত্রী’, সরে গেল ‘ফুলকি’র দাপটে, টিআরপি তালিকায় কোন স্থানে আছে ‘অনুরাগের ছোঁয়া’।

বাংলা মেগা সিরিয়াল এবং রিয়েলিটি শোয়ের চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ হলো। আগের সপ্তাহের মতোই এই সপ্তাহেও এককভাবে টিআরপি তালিকার উপরে ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু এই সপ্তাহেও বাজিমাত করল ‘ফুলকি’ ধারাবাহিকটি।

তৃতীয় সপ্তাহেও তালিকার দ্বিতীয় স্থানে রইল এই ধারাবাহিক। এই সপ্তাহেও তৃতীয় স্থান পেল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটি। গত সপ্তাহের থেকে অনেকটা উপরে উঠে গিয়ে এই সপ্তাহে চতুর্থ স্থান দখল করল ‘হরগৌরী পাইস হোটেল’। এই সপ্তাহে পঞ্চম স্থান দখল করল ধারাবাহিক, ‘বাংলা মিডিয়াম’ এবং ‘রাঙা বউ’।

আরও পড়ুন -  Zee Bangla: শেষ হচ্ছে রামকৃষ্ণের যাত্রা, আসছে ‘পিলু’

এই সপ্তাহে ষষ্ঠ স্থানে নেমে এল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি। সপ্তম স্থানে উঠে এল ‘পঞ্চমী’। এই সপ্তাহে অষ্টম স্থানে উঠে এল ‘সোহাগ জল’ ধারাবাহিকটি। তালিকার নবম স্থান পেল জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কা দোক্কা’। দশম স্থানটি দখল করল ‘সন্ধ্যতারা’ নামের এক ধারাবাহিক।

এই সপ্তাহের পূর্ণাঙ্গ টিআরপি তালিকাঃ

(১) অনুরাগের ছোঁয়া – ৮.৬
(২) ফুলকি – ৭.৯
(৩) জগদ্ধাত্রী – ৭.৫
(৪) হরগৌরী পাইস হোটেল – ৭.১
(৫) রাঙা বউ, বাংলা মিডিয়াম – ৬.৭
(৬) নিম ফুলের মধু – ৬.৬
(৭) পঞ্চমী – ৬.০
(৮) সোহাগ জল – ৫.৫
(৯) এক্কা দোক্কা – ৫.৩
(১০) সন্ধ্যাতারা – ৫.১
(১১) খেলনা বাড়ি, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ – ৪.৭
(১২) তুঁতে, ইচ্ছে পুতুল – ৪.৬
(১৩) মুকুট – ৪.১
(১৪) রামপ্রসাদ – ৪.০
(১৫) মন দিতে চাই – ৩.৮
(১৬) গৌরী এলো – ৩.৪
(১৭) গাঁটছড়া – ৩.১
(১৮) শ্রীকৃষ্ণ লীলা – ২.৭
(১৯) গুড্ডি – ২.০
(২০) তোমার খোলা হওয়া – ১.৭
(২১) ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ – ১.৪

আরও পড়ুন -  TRP: এবারের টপার কে? মিঠাই নাকি লক্ষ্মী কাকিমা

রিয়েলিটি শো

(১) ফিকশন স্টার – ৭.০
(২) সানডে ফিকশন – ৫.৯
(৩) দিদি নং-১ – ৫.৫
(৪) ড্যান্স বাংলা ড্যান্স – ৫.১
(৫) ঘরে ঘরে জি বাংলা – ১.৪

আরও পড়ুন -  Durga Puja: রাজা নবকৃষ্ণ দেব পরিবার