ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপের মহাযজ্ঞ। জানিয়ে রাখি, ৫ই অক্টোবর থেকে শুরু হয়ে ১৯শে নভেম্বর পর্যন্ত চলবে মহাযুদ্ধ। আসন্ন ওডিআই বিশ্বকাপ উপলক্ষে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC)।
৮ই অক্টোবর চেন্নাইতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩ বিশ্বকাপের যাত্রা শুরু করবেন বিরাট কোহলিরা। তার আগে, পাকিস্তান ও শ্রীলংকার মাটিতে এশিয়া কাপে ভাগ নেবে ব্লু-বাহিনী।
২০২৩ বিশ্বকাপের মেগা আসর শুরু হওয়ার পূর্বে বড় ভবিষ্যৎবাণী করলেন ভারতের অফ-স্পিনার হরভজন সিং। এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দুই ক্রিকেটারের নাম ধরে তিনি বলেন,’শুভমান গিল ও রবীন্দ্র জাদেজার জুটি ভারতকে বিশ্বকাপ দিতে পারে। এই দুই ব্যাটসম্যানের পারফরমেন্সেই রোহিত শর্মার নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপ জিতবে ভারত।
সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন,’ আসন্ন বিশ্বকাপের জন্য যে’কটি স্টেডিয়াম নির্বাচন করা হয়েছে, প্রত্যেকটি স্পিন সহায়ক। তার ফলে, বল হাতে ধ্বংসলীলা দেখাতে পিছুপা হবে না রবীন্দ্র জাদেজা। ভারতীয় ওপেনার শুভমান গিল স্পিন খেলতে বেশ পারদর্শী। মূলত স্পিন বলে সর্বাধিক রান করে থাকেন তিনি। এই দুই তারকা ক্রিকেটার ২২ গজের ময়দানে যে ধ্বংস লীলা চালাবেন তা বলে দিতে হয় না।’
বিশ্বকাপে ভারতের ম্যাচ সূচিঃ
৮ অক্টোবর- ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)
১১ অক্টোবর- ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)
১৫ অক্টোবর- ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)
১৯ অক্টোবর- ভারত বনাম বাংলাদেশ (পুণে)
২২ অক্টোবর- ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)
২৯ অক্টোবর- ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)
২ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)
৫ নভেম্বর- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)
১১ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)