37 C
Kolkata
Friday, May 17, 2024

World Cup 2023: পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কি? প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পৌঁছালো

পাক্ ক্রিকেট বোর্ড একাধিক শর্ত উপস্থাপন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে

Must Read

চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারত ও পাকিস্তান ক্রিকেট অন্দরে। আসন্ন এশিয়া কাপের মেগা আসরে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না একথা সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

এখন ভারতের মাটিতে আয়োজিত হতে চলা একদিনের বিশ্বকাপে পাকিস্তানের উপস্থিতি এক প্রকার অনিশ্চিত হচ্ছে খেলতে আসা নিয়ে।

ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলা প্রসঙ্গে ইতিমধ্যে পাক্ ক্রিকেট বোর্ড একাধিক শর্ত উপস্থাপন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে। পাকিস্তানের সমস্ত আবেদন তুচ্ছ করে বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি প্রণয়ন করেছে আইসিসি। সূত্রের খবর, যদিও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে পাকিস্তান সরকারের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলে জানানো হয়েছে পিসিবির তরফ থেকে।

আরও পড়ুন -  "স্বাদে মজার আপেলের ক্ষীর রেসিপি"

আদৌ ভারত ও পাকিস্তানের ম্যাচ মাটিতে গড়াবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সভার সিদ্ধান্তের।

সরকারিভাবে অনুমোদন পেলেই তা হলে ভারত সফরে আসবে পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে ভারত সফরের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি পত্র লেখা জমা করা হয়েছে।

আরও পড়ুন -  Jaya Ahsan: এই ছবি শেয়ার করলেন জয়া হোটেলের রুম থেকে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, খুবই স্পর্শকাতর বিষয় যে আমরা ভারত সফরে যাব। সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে ভারতের মাটিতে পাকিস্তান বিশ্বকাপ খেলতে পারবে কি না।

আরও পড়ুন -  দিনক্ষণ জানা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের

পাকিস্তান সরকারের কাছে অনুমতি পত্র পাঠিয়েছি। সমস্ত তথ্য যাচাই-বাছাইয়ের পর যদি পাক্ সরকারের পক্ষ থেকে অনুমতি প্রদান করা হয় তবেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে বাবর আজমরা।

Latest News

Weather Forecast: আজকে কমবে গরম বিকেলের পর, রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে

Weather Forecast: আজকে কমবে গরম বিকেলের পর, রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img