Mexico Heat Wave: মেক্সিকোয় ১০০ জনের প্রাণহানি, তীব্র তাপপ্রবাহে

Published By: Khabar India Online | Published On:

মেক্সিকোয় ১০০ জনের প্রাণহানি, তীব্র তাপপ্রবাহে।

১০০ জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে তীব্র তাপপ্রবাহে। গত দুই সপ্তাহে অতিরিক্ত গরমে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত দুই সপ্তাহে মেক্সিকোর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি ছিল। যার ফলে প্রচণ্ড গরমে ১০০ জন মারা গেছেন।

আরও পড়ুন -  বাড়িতে না থেকে পথে নামলেন অভিনেত্রী জ‍্যাকলিন ফার্নান্ডেজ, খাদ্য বিতরণ করলেন অসহায়দের

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রাণহানির তিনভাগের দুইভাগ ঘটনা ঘটেছে গত ১৮-২৪ জুনের মধ্যে। বাকি একভাগ তার আগের সপ্তাহে। গত বছরের এই সময়ে তাপপ্রবাহে মাত্র একজনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন -  West Bengal Weather Heat Wave: তাপপ্রবাহের সতর্কতা, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে দক্ষিণবঙ্গের ১১টি জেলায়

মৃতদের অধিকাংশই হিট স্ট্রোক এবং পানিশূন্যতায় মারা গেছেন। তারমধ্যে ৬৪ শতাংশ ঘটনা ঘটেছে টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে। বাকিদের বেশিরভাগই উপসাগরীয় উপকূলে প্রতিবেশী তামাউলিপাস ও ভেরাক্রুজে। বিগত কয়েকদিনে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। এখনো উত্তরাঞ্চলের কিছু শহরে তীব্র তাপপ্রবাহ চলছে। বুধবার (২৮ জুন) সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরের তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছিলো।

আরও পড়ুন -  ১০০% যাত্রী নিয়ে চলবে মেট্রো, বাস ও সিনেমা হল, নতুন নিয়ম জারি দিল্লি সরকারের

সূত্রঃ রয়টার্স। ছবিঃ সংগৃহীত