ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ৭০ কোটি ডলার শ্রীলংকাকে।
সবচেয়ে বড় সহায়তা পেল বিদেশি মুদ্রার রিজার্ভ সংকটে জর্জরিত শ্রীলংকা মার্চে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে হওয়া চুক্তির পর বিশ্বব্যাংকের দেয়া ৭০ কোটি ডলার ঋণ ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বব্যাংক শ্রীলংকাকে যে ঋণ দিচ্ছে, তার প্রায় ৫০ কোটি ডলার যাবে বাজেট সহায়তায়, বাকী ২০ কোটি ডলার যাবে সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কল্যাণে।
শ্রীলংকায় বিশ্বব্যাংকের প্রতিনিধি ফারিস হাদাদ-জেরভস এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত সংস্কার ও দরিদ্র এবং সংবেদনশীলদের সুরক্ষার লক্ষ্যে এ সহায়তা দেয়া হচ্ছে। কাজে লাগলে, এই সংস্কার সবুজ, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে নিয়ে আসবে।
১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সাত দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনতিক সংকট দেখা দেওয়া শ্রীলংকা বিদেশি মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় গত বছর প্রথমবার ঋণখেলাপি হিসেবে গণ্য হয়।
এ বছরের মার্চে আইএমএফ তাদেরকে প্রায় ৩০০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়, যার ওপর ভিত্তি করে কলম্বো বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থার কাছ থেকে আরও ৪০০ কোটি ডলার সহায়তা প্রত্যাশা করছিল।দ্বীপদেশটি কয়েকদিনের মধ্যেই তাদের অভ্যন্তরীণ ঋণ পুনর্গঠনে কর্মসূচিও ঘোষণা করবে।
ফাইল ছবি