কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ব্লকে ব্লকে তৃণমূলের ধিক্কার সমাবেশ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আজ বিকাল ৪ টায় বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ধিক্কার সমাবেশ অনুষ্ঠিত হল পান্ডবেস্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ফুটবল ময়দানে। এই সমাবেশের প্রধান বক্তা পান্ডবেস্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সঙ্গে ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জী প্রমুখ। এ ছাড়াও ছিলেন এলাকার ছোট বড় অনেক নেতৃত্ব।

আরও পড়ুন -  ৭৪ তম স্বাধীনতা দিবসের প্রাকসন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ প্রদত্ত জাতির উদ্দেশে ভাষণের বাংলা রূপান্তর

প্রায় হাজার পাঁচেক তৃণমূল কর্মী সমর্থক এই সমাবেশে অংশ নেন। এই সমাবেশ থেকে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন যে, যেভাবে কেন্দ্রের মোদি সরকার পশ্চিমবঙ্গের সাথে নানান ভাবে বঞ্চনা করছেন। তারই প্রতিবাদে বাংলা জুড়ে ব্লকে ব্লকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধিক্কার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন -  Sapna Chaudhary: স্বপ্না চৌধুরী হালকা নীল সালোয়ার কামিজে একটি হরিয়ানভি গানে নাচছেন, ভাইরাল ভিডিও

এই সভা থেকে বিধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে এক হাত নিয়ে বললেন ,”বাংলায় এসে বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না। বিধায়ক বললেন, অমিত শাহ বাংলায় ২০০ বিধায়ক সিট চাইছেন, কিন্তু সেটা হবে না ,অমিত শাহ চাইলে মিনি বাসের সিট পাবেন, ট্রেনের সিট পাবেন,দরকারে সিনেমা হলে র সিট পাবেন কিন্তু বিধায়ক সীট তিনি পাবেন না। আর তাই আজকের সভায় এত মানুষের ভিড় তার প্রমাণ করল।

আরও পড়ুন -  প্রার্থী বদল এর ক্ষোভ