মিশর দিলো মোদীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব

Published By: Khabar India Online | Published On:

মিশর দিলো মোদীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব।

সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছে মিসর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দ্বিপাক্ষিক মিটিংয়ের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান তুলে দেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন -  ৭ বছরের কারাদণ্ড, সাদ্দাম হোসেনের মেয়েকে

প্রতিবেদনে বলা হয়, রবিবার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার হাতে ‘অর্ডার অব দ্য নীল’ নামে এ পদক তুলে দেন আবদেল ফাতাহ। এ নিয়ে বিশ্বের ১৩টি দেশ থেকে এ ধরনের পদক পেলেন মোদী।

১৯১৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে মিসর। সাধারণত মিসর বা বিশ্ব মানবতার সেবায় অবদান রেখেছেন, এমন সরকার বা রাষ্ট্রপ্রধান, ক্রাউন প্রিন্স এবং ভাইস প্রেসিডেন্টদের এ পদক দেয়া হয়।

আরও পড়ুন -  ‘গদর ২’ এর সাথে লড়াই করেও হোঁচট খেয়েও এক মাসে এত কোটি টাকা আয় করল শাহরুখ খানের জওয়ান

যুক্তরাষ্ট্র সফর শেষে গত ২৪ জুন দুদিনের সফরে মিসর গেছেন মোদী। ২৬ বছরের মধ্যে এটি প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর মিসর সফর।
এ বছরের সেপ্টেম্বরে ভারত সফরের কথা রয়েছে আল-সিসির। বিশেষ অতিথি হিসেবে তিনি জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন আল-সিসি।

আরও পড়ুন -  Earthquake: আবারও ভূমিকম্প নেপালে, অনুভূত হয়েছে ভারতেও

ছবিঃ সংগৃহীত