খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারত-চীন কোর কমান্ডার পর্যায়ে অষ্টম পর্বের বৈঠক গত ৬ই নভেম্বর চুশুলে অনুষ্ঠিত হয়। দুই পক্ষের মধ্যে ভারত-চীন সীমান্ত এলাকার পশ্চিমাঞ্চলীয় সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনাবাহিনীর প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট, বিস্তারিত ও ইতিবাচক আলাপ আলোচনা হয়েছে। উভয় পক্ষই আন্তরিকতার সঙ্গে দুই দেশের নেতৃবৃন্দের মাধ্যমে যেসমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সহমতে পৌঁছনো গেছে সেগুলি কার্যকর করা সহ যে কোনো ধরণের ভুল বোঝাবুঝি দূর করে সীমান্ত লাগোয়া এলাকায় বাহিনীর মধ্যে সংযম বজায় রাখতে ঐকমত্য হয়েছে। এছাড়াও উভয় পক্ষই সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা ও পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে। সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তথা অন্যান্য অমীমাংসিত বিষয়ে সহমতে পৌঁছতেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই আরও একবার বৈঠকে বসার ব্যাপারেও উভয় পক্ষ একমত হয়েছে। সূত্র – পিআইবি।