Alia Bhatt: আমার চরিত্র নিয়ে একদমই চিন্তিত নই

Published By: Khabar India Online | Published On:

আমার চরিত্র নিয়ে একদমই চিন্তিত নই।

হলিউডে অভিষেক হচ্ছে আলিয়া ভাটের নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমার হাত ধরে। প্রকাশ্যে এসেছে আসন্ন ছবিটির ট্রেলার। যেখানে আলিয়াকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন তার প্রিয় নেট ভক্তরা। কিন্তু ট্রেলারে আলিয়ার উপস্থিতি দেখে মন ভরেনি ভক্তদের একাংশের।

অনেকের কাছেই মনে হয়েছে ট্রেলারে খুবই সীমিত সময়ের জন্য দেখা মিলেছে আলিয়ার। সেই সঙ্গে হলিউডের প্রথম ছবিতেই খলনায়িকার চরিত্রে অভিনেত্রীকে মানতে পারছেন না তার ভক্তরা।

আরও পড়ুন -  Wedding Reception: আলিয়া, প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থের রিসিপশনে

সেটি নিয়ে একদমই চিন্তিত নন এই অভিনেত্রী। মিড ডে’কে দেয়া এক সাক্ষাতকারে অভিনেত্রী জানান, আমি আমার চরিত্র নিয়ে একদমই চিন্তিত নই। নায়িকা হই কিংবা খলনায়িকা, আমার কাছে মূল বিষয়টি হলো ছবির গল্প। আমি মনে করি দিন শেষে ছবির গল্পই দর্শকদের ছবিটি দেখতে বাধ্য করবে। সিনেমার গল্প কোন দিকে যাচ্ছে ও চরিত্রটা কী ভাবে বাঁক নিচ্ছে, সেটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন -  Swastika Mukherjee: স্পষ্ট অন্তর্বাস, পোশাকের প্রসঙ্গে কড়া বার্তা স্বস্তিকার

‘হার্ট অব স্টোন’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে আলিয়া বলেন, “এই কাজটি দিয়ে হলিউডে ঢুকেছি, সেই জন্য এই সিনেমাটি আমার জন্য বিশেষ। অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষদের সঙ্গে পরিচিত হয়েছি। শুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় টিমের সহযোগিতা আমার মনে থাকবে।”
সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রোয়েডার। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গাল গ্যাদোত ও জেমি ডরনান। এছাড়াও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগহফার, জিং লুসি এবং পল রেডি। আগামী ১১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।

আরও পড়ুন -  দেশে গত ২৪ ঘন্টায় ৫০ হাজারের কম করোনায় আক্রান্তের খবর মিলেছে