Sikkim: ২৩ বাংলাদেশিসহ দু’হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন সিকিমে, বর্ষণ ও বন্যায়

Published By: Khabar India Online | Published On:

২৩ বাংলাদেশিসহ দু’হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন সিকিমে, বর্ষণ ও বন্যায়।

ভারী বৃষ্টিতে সৃষ্টি বন্যায় দুই হাজারেরও বেশি স্থানীয় এবং বিদেশি পর্যটক আটকা পড়েছেন। ২৩ বাংলাদেশীও রয়েছে উত্তর-পূর্ব রাজ্য সিকিমে।

বৃহস্পতিবার থেকে অবিরাম বৃষ্টির কারণে সড়ক প্লাবিত হওয়ায় তারা আটকা পড়েছেন। বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হবে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন -  Monami Ghosh: মনামী ঘোষ ঘুঙুরের হার গলায় পরেছেন, কোমর দোলালেন শাড়ি পরে

সিকিমের প্রশাসন জানিয়েছেন, বর্তমানে রাস্তায় ধসের কারণে উত্তর সিকিমের মনগন থেকে চুনথান পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে দেশি-বিদেশি পর্যটকরা আটকে রয়েছে রাস্তাতেই।

এনডিটিভি জানায়, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি গাড়ি ও ১১টি মোটরবাইক আটকা রয়েছে। লাচেন ও লাচুং এলাকায় আটকা পড়েছেন প্রায় ১৯৭৫ জন পর্যটক ও ৩৬ জন বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান ও ৩ জন সিঙ্গাপুরের নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন -  সোনা ও রূপো দাম কমলো, জানুন আজকের রেট

সাধারণত গ্রীষ্মকালে গরমের তাপ এড়াতে পর্যটকদের কাছে অন্যতম প্রিয় জায়গা এই সিকিম। স্বাভাবিকভাবেই পর্যটকরা ভিড় করছিলেন সেখানে।

বৃষ্টি থামলেই রাস্তা মেরামতের কাজ শুরু হবে ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রশাসনের কর্তারা।

আরও পড়ুন -  ২০ জনের প্রাণহানি চীনে ভয়াবহ বন্যায়