Monsoon Update: রাজ্যে ঢুকছে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে, গরম থাকবে এখনও কতদিন?

Published By: Khabar India Online | Published On:

জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে বঙ্গোপসাগর থেকে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তিকর গরম চলবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে সক্রিয় রয়েছে। সোমবার থেকে ক্রমশ তাপমাত্রা কমতে থাকবে। আজ উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় অস্বস্তিকর গরমের হলুদ সর্তকতা জারি হয়েছে।

অপরদিকে, পুরুলিয়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমের তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। আজ বিকেলের পর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ অতি হালকা বৃষ্টিপাত হবে।

আরও পড়ুন -  Rain Alert in Kolkata: ৯ জেলা সহ কলকাতা ভিজবে বৃষ্টিতে, স্বস্তি ফিরবে

আগামীকাল পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকবে বলা হয়েছে। কিন্তু আগামীকাল উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা ও হুগলিতে একই ভাবে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকবে। আগামীকাল ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়।

আরও পড়ুন -  বিপদ থেকে শিক্ষা! কালীপুজোর আগে শব্দবাজি নিষিদ্ধ, শব্দবাজি বাজেয়াপ্ত

১৮ জুন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা ও হুগলিতে ওইদিন অস্বস্তিকর গরম বজায় থাকবে। বিকেলের পর দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

১৯ জুন আগামী সোমবার আবহাওয়া পরিবর্তন হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন -  Bengal Weather Update: বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে বৃষ্টি হবে?

দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় সেদিন জারি করা হবে হলুদ সতর্কতা। সেদিন কোন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না বলেই জানা গিয়েছে। ১৯ থেকে ২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার পরিস্থিতি তৈরি হতে পারে। ২০ জুন বজ্রপাত হতে পারে দক্ষিণবঙ্গে। মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতীকী ছবি