Abhishek-Nora: অভিষেক বচ্চন ‘কাজরা রে’ গানে প্রচণ্ড নাচলেন নোরা ফাতেহির সাথে, ঐশ্বর্য ছাড়া

Published By: Khabar India Online | Published On:

নোরা ফাতেহি, বলিউডের সুন্দরী অভিনেত্রী। তিনি বলিউডের একাধিক ছবিতে কাজ করে নিয়েছেন। হিন্দি ছাড়াও একাধিক ভাষার ছবিতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী, এটা সকলের জানা।

নোরা ফাতেহি কারণে এবং অকারণে চর্চায় আসেন মিডিয়াতে। বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্ট তিনি। যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়ার ভিডিওর সূত্র নিয়ে।

আরও পড়ুন -  Pushpa 2: লুক ভাইরাল পুষ্পা ২-তে ভাওরা সিং শিখাওয়াতের, ইন্সপেক্টর ভানওয়ার সিং কেমন দেখতে হলেন?

নোরার পাশাপাশি সবথেকে বেশি চর্চার আলো কেড়েছেন বচ্চন পুত্র অভিষেক বচ্চন। তিনি বচ্চন পরিবারের মুখ্য সদস্য হওয়ার সূত্র ধরেই প্রায়ই চর্চিত হন মিডিয়ায়। মিডিয়ার নজর থাকে ২৪ ঘন্টা। বর্তমানে বড়পর্দার পাশাপাশি ওয়েব দুনিয়াতেও সক্রিয়। এই মুহূর্তে এক তারকা বেষ্টিত ঘরোয়া অনুষ্ঠানেই ‘কাজরা রে’এর তালে তাল মেলাতে দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে। সেই ঝলকই ভাইরাল সোশ্যাল মিডিয়ার সূত্র মাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by Whatsinthenews (@_whatsinthenews)

ঝলকটি ইনস্টাগ্রামের ‘হোয়াট’স ইন দ্যা নিউজ’ নামের অফিসিয়াল পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে। ঝলকে তারকা বেষ্টিত একটি ঘরোয়া অনুষ্ঠানেই ‘কাজরা রে’র তালে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে জুনিয়র বচ্চনকে।

আরও পড়ুন -  Open Navel: শাড়িতে উন্মুক্ত নাভি, যুবতীর দুর্দান্ত নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

দারুন খোশমেজাজেই ছিলেন অভিষেক। এদিন অনুষ্ঠানে তার সাথে তাল মিলিয়ে ছিলেন বর্তমান সেনসেশন নোরা ফাতেহিও। সেই ঝলক ক্যামেরাবন্দি করতে না করতেই রীতিমতো ভাইরাল গোটা নেটজগতে। কিন্তু এই অনুষ্ঠানে দেখা মেলেনি ঐশ্বর্য রাই বচ্চনের। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানের ঝলকে বিশ্বসুন্দরীকে দেখতে না পেয়ে তাকে মিসও করলেন বহু ভক্ত।

আরও পড়ুন -  প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC