এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে আসেনি কোন আইসিসি ট্রফি। এর মধ্যে একদিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট বিশ্বকাপের মতো ৮টি মেগা আসর খেলে ফেলেছে বিরাট কোহলিরা। জাতীয় দলের অধিনায়কত্ব পাল্টেছে অনেকবার। তবুও কাঙ্খিত লক্ষ্য পূরণ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মন্তব্য রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার জগতে।
রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল টেস্ট বিশ্বকাপের ফাইনাল হেরেছে। ব্যর্থ রোহিতের গুনোগান করতে মোটেও ভোলেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার চেয়ে IPL চ্যাম্পিয়ন হওয়া যথেষ্ট কঠিন। ওনার এমন কথার পেছনে অবশ্য যুক্তিও দিয়েছেন মহারাজ।
সংবাদমাধ্যমের আলোচনায় তিনি বলেন,’নিঃসন্দেহে t20 বিশ্বকাপ জেতার চেয়ে আইপিএল শিরোপা জয় করা কষ্টসাধ্য ব্যাপার। কারণ আপনি ৪-৫টি ম্যাচ খেলেই t20 বিশ্বকাপ জিততে পারেন। কিন্তু আইপিএলের শিরোপা জিততে হলে আপনাকে কমপক্ষে ১৬টি ম্যাচ খেলতে হবে। রোহিত শর্মা তার নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। ফলে রোহিতের উপর আমার এখনও পুরো আস্থা রয়েছে।’
জানিয়ে রাখি, ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রধানের এমন মন্তব্যের পর তাকে নিয়ে সমালোচনায় মেতেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কেন বিশ্বকাপের চেয়ে আইপিএল শিরোপা সৌরভ গাঙ্গুলীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা কার্যত ভেবে পাচ্ছেন না তারা। উল্লেখ্য, টেস্ট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে লজ্জা জনক ভাবে পরাজিত হওয়ার পর চলতি বছরের শেষ লগ্নে রোহিত শর্মার নেতৃত্বে ঘরের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলবে ভারত।