Rajdeep Gupta: ‘পঞ্চমী’ নায়ক কিঞ্জল, মাকে হারিয়ে শোকে বিহ্বল!

Published By: Khabar India Online | Published On:

অভিশপ্ত হয়ে থাকবে অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)-র কাছে এই 2023 সাল। এই বছর তাঁর মাকে কেড়ে নিয়েছে। এপ্রিল মাসের শেষ দিকে মাকে হারিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন রাজদীপ। মায়ের শেষ কাজ সম্পন্ন করে আবারও শুটিং ফ্লোরে ফিরলেও কিছু ভালো লাগছে না।

রাজদীপের বারবার মনে পড়ছে তাঁর মায়ের কথা। কারণ এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল না মায়ের। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রাজদীপের মা। সফল সার্জারির পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি যা মেনে নিতে পারছেন না রাজদীপ। রবিবার সন্ধ্যায় আবারও মায়ের স্মৃতিচারণ করলেন তিনি।

আরও পড়ুন -  আগামী রবিবার ভারত–দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ, নিরাপত্তা ও ট্রাফিক

এদিন মায়ের সাথে তোলা শেষ ছবিটি আরও একবার ইন্সটাগ্রামে শেয়ার করেছেন রাজদীপ। লিখেছেন তাঁর মন খারাপের ক্যাপশন। ছবিতে রাজদীপের পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর মা। চোখে চশমা, পরনে ঘরের পোশাক। হাসিমুখে ছেলেকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। রাজদীপের পরনে অফ হোয়াইট রঙের টি-শার্ট। ছবিটি শেয়ার করে রাজদীপ লিখেছেন, মাকে আলো দিয়ে ভরিয়ে তুলতে চেয়েছিলেন। তাঁর রাতগুলি অন্ধকারে আবৃত করে রাজদীপের মা হয়ে গিয়েছেন তারাদের দেশের বাসিন্দা। ঘনও অন্ধকার এবং একরাশ স্মৃতি নিয়ে বেঁচে রয়েছেন রাজদীপ। রাজদীপের কষ্টে সহমর্মী তাঁর সহকর্মীরাও।

 

View this post on Instagram

 

A post shared by RAJDEEP GUPTA (@rajdeep.gupta)

স্বস্তিকা দত্ত (Swastika Dutta) লিখেছেন, রাজদীপের মা সবসময়ই তাঁর সাথে রয়েছেন। জন্মদিনের কিছুদিন আগেই রাজদীপের মায়ের প্রথম কেমো হয়েছিল। তারপর মায়ের জন্মদিনে কেক এনে ঘরোয়া সেলিব্রেশন করেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রাজদীপ। সব কিছু ওলোট-পালোট হয়ে গিয়েছে গত এপ্রিল মাসে। রাজদীপের অনুরাগীদের একাংশ লিখেছেন, তাঁর মায়ের আশীর্বাদ ছায়ার মতো রক্ষা করছে রাজদীপকে।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পঞ্চমী’-তে নায়কের চরিত্রে অভিনয় করছেন রাজদীপ, মণে ব্যথা নিয়ে।

আরও পড়ুন -  কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল দিল্লীর লালকেল্লায় আজাদ হিন্দ সরকারের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক অনুষ্ঠানে যোগ দিয়েছেন