Bangladesh-Afghanistan Test: লিটন অধিনায়ক হলেন, দলে নতুন মুখ শাহাদাত এবং মুশফিক

Published By: Khabar India Online | Published On:

লিটন অধিনায়ক হলেন, দলে নতুন মুখ শাহাদাত এবং মুশফিক।

আগামী ১৪ জুন সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

আজ রবিবার, সিরিজের জন্য লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা গেছ। টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে রয়েছেন। সেই জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টেস্টের সহ-অধিনায়ক লিটন।

আরও পড়ুন -  Cricketer Nasir Hossain: ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ, ক্রিকেটার নাসির হোসেন

আফগানদের বিপক্ষে টেস্টে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার জাকির হাসান। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি এবং ফিফটি করলেও ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি।

এবার দলে নতুন মুখ দু’জন। তারা হলেন- মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দীপু এবং পেসার মুশফিক হাসান। অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে সেঞ্চুরি করায় ডানহাতি এই ব্যাটারও জাতীয় দলে আবার ফিরলেন। ইনজুরি কাটিয়ে ওঠা পেসার তাসকিন আহমেদকেও দলে আনা হলো।

আরও পড়ুন -  প্রবল বৃষ্টিতে বানভাসি হবার সম্ভাবনা, পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলায়

বাংলাদেশের টেস্ট দলঃ  লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল জয়,মুশফিক হাসান ও শাহাদাত হোসেন দিপু।

আরও পড়ুন -  Parimani: কাঁদবেন না, হাসুন, আলোচিত নায়িকা পরীমনি

ফাইল ছবি