29 C
Kolkata
Wednesday, May 8, 2024

Sergio Ramos: এবার পিএসজি ছাড়ছেন স্প্যানিশ তারকা রামোস

Must Read

স্প্যানিশ তারকা ডিফেন্ডার সার্জিও রামোস পিএসজির সঙ্গে সর্ম্পকের ইতি করলেন। প্যারিসে দুই মৌসুম কাটিয়েছেন। এক ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ান জিতে ফেলেছে পিএসজি। এজন্যই ক্লেরমন্ট ফুটের বিরুদ্ধে পিএসজির ম্যাচটি হবে নিয়মরক্ষার। এই নিয়মরক্ষার ম্যাচটিই মেসির মত পিএসজির জার্সিতে রামোসেরও শেষ ম্যাচ হতে চলেছে।

এ বিষয়ে রামোস এবং পিএসজির পক্ষ থেকে টুইট বার্তা দেয়া হয়েছে। শুক্রবার (২ জুন) এক টুইট বার্তায় পিএসজি ছাড়ার ঘোষণা করেন স্প্যানিশ ডিফেন্ডার রামোস।

টুইট বার্তায় রামোস বলেন, ‘আগামীকাল একটি বিশেষ দিন। আগামীকাল আমি জীবনের অন্যতম একটি মুহূর্তকে বিদায় জানাবো, বিদায় জানাবো পিএসজিকে। আমি জানি না ঠিক কতটি জায়গা বাড়ির মতো মনে হয়। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই পিএসজি ও ক্লাবটির সমর্থকেরা আমাকে বাড়িতে থাকার অনুভূতিই দিয়েছে।’
পিএসজির উদ্দেশ্যে রামোস বলেন, ‘এই দুটি বছর আমার দুর্দান্ত কেটেছে। এজন্য ক্লাবটিকে ধন্যবাদ জানাই। এখানে থেকে আমি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পেরেছি, নিজের সেরাটা দিতে পেরেছি। এই মুহূর্তে আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি হয়তো অন্য রং পরবো। কিন্তু শেষবারের মতো পিএসজির জার্সিকে আরও একবার আলিঙ্গন করতে চাই।’

আরও পড়ুন -  First Red Card: ফরাসি ক্লাবের হয়ে রামোসের প্রথম লাল কার্ড

সার্জিও রামোসের দল ছাড়ার বিষয়ে পিএসজিরর প্রেসিডেন্ট নাসের আল খিলাফি একটি বিবৃতি দিয়ে বলেন, ‘আমরা সার্জিও রামোসকে ধন্যবাদ জানাতে চাই। উনি ২ বছর আমাদের সঙ্গে কাটিয়েছেন। সার্জিও নেতৃত্বদানের ক্ষমতা, দলের স্পিরিট ও পেশাদারিত্ব সবকিছু উচ্চমানের। এটাই আপনাকে একজন ফুটবলে কিংবদন্তী করে তুলেছে। ওকে প্যারিসে খেলাতে পারানো গর্বের। ক্লাবের সবাই ওর সেরাটা দেখেছে।’

আরও পড়ুন -  PSG: পিএসজির জয় মেসির ঝলকে

পিএসজির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও রামোসকে নিয়ে একাধিক টুইট করা হয়েছে। একটি টুইটে রামোসকে নিয়ে ক্লাবটি লিখেছে, ‘একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে পিএসজির হয়ে রামোসকে লড়তে দেখাটা ক্লাবের জন্য আনন্দের ছিল। ক্যারিয়ারের বাকি সময়ের জন্য তাকে শুভকামনা।’

আরও পড়ুন -  Sergio Ramos: বিদায় বললেন রামোস, স্পেনকে

৩৭ বছর বয়সি রামোস ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দেন।

পিএসজির হয়ে ৫৭টা ম্য়াচ খেলেছেন সার্জিও রামোস। দুবার লিগ ওয়ান জিতেছেন। মেসি এবং রামোস বেরিয়ে যাওয়ার পর এখন নেইমারের প্যারিস ছাড়ার খবর শোনা যাচ্ছে। তিনি প্রিমিয়ার লিগের ক্লাবের সঙ্গে কথা বলছেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে সঠিক তথ্য নেই।

 ছবিঃ সংগৃহীত

Latest News

Web Series: ঝড় উড়িয়েছে নেটজগতে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজটি, একদম বাচ্চাদের সামনে দেখবেন না

Web Series: ঝড় উড়িয়েছে নেটজগতে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজটি, একদম বাচ্চাদের সামনে দেখবেন না।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img