Gold Price Today: পরিবর্তন ঘটল সোনার দাম, আজকে বাজারমূল্য দেখুন

Published By: Khabar India Online | Published On:

ভারতে সোনা ব্যবহৃত হয় বেশি। যেমন বিয়ে থেকে শুরু করে নানা সামাজিক অনুষ্ঠানে মানুষ সোনার গয়না উপহার দিয়ে থাকেন, সোনা শুভ বলে। বৈশাখ মাস শুরু হতেই বাংলা নববর্ষের সঙ্গে বিয়েবাড়ি বা উপহারের জন্যও সোনার চাহিদা বাড়ে।

এর মাঝেই রং বদলেছে সোনার দাম। সব রেকর্ড করে ফেলেছে এই হলুদ ধাতু। এভাবে দাম বাড়তে থাকায় ক্রেতাদের মাথায় হাত। বিয়ের ভরা মৌসুমে গয়না কিনতে হবে যাঁদের, তাঁদের চিন্তার শেষ নেই। সাথে ব্যবসায়ীরাও আতঙ্কিত।

আরও পড়ুন -  Gold Price Today: গয়নার দাম কেমন? কলকাতার বাজারে আজকে

গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজারদর ছিল সামান্য ঊর্ধ্বমুখী। সপ্তাহের শেষ দিন আজ শনিবার সকালে বাজার খুলতেই বদলে গেল রূপ। আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে সামান্য। এদিন বৃদ্ধি বা হ্রাস পেল না রূপোর দামও। চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনা ও রূপার দাম।

আজকে কলকাতায় সোনার দাম (০৩.০৬.২০২৩-শনিবার)।

আরও পড়ুন -  Gold Price Today: দাম কমলো সোনার, ক্রেতা ও বিক্রেতার মুখে হাসি, রেকর্ড উচ্চতার পর

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,১১০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,০১০ টাকা।

গতকাল ছিল কলকাতায় সোনার দাম (০২.০৬.২০২৩-শুক্রবার)।

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,১০০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,০০০ টাকা।

আজকের দাম।

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০ টাকা।

আরও পড়ুন -  KaliPujo-2022: মধ্যবিত্তের জন্য সুখবর, কমলো সোনার দাম, কালীপুজোর আগে

আজকে কলকাতায় রূপার দাম (০৩.০৬.২০২৩-শনিবার)
৭৩,৪০০ টাকা প্রতি কেজি।

গতকাল ছিল কলকাতায় রূপোর দাম (০২.০৬.২০২৩-শুক্রবার)
৭৩,৪০০ টাকা প্রতি কেজি।

আজকের দাম।

০০ টাকা প্ৰতি কেজি।

শনিবার বিশ্ব বাজারে সামান্য নিচের দিকে সোনার দাম। শুক্রবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৯৮২.০০ মার্কিন ডলার। আজ সামান্য কমে হয়েছে ১৯৪৭.৫০ মার্কিন ডলার।

প্রতীকী ছবি