সাধন কুমার মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১০০ একর জমিতে সরষে চাষের উদ্যোগ নিল সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তার করণ। সেই উপলক্ষে আজ গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ের পাশে গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ১৫০ জন চাষীর হাতে ১ কেজি করে সর্ষের প্যাকেট ও তার সাথে কীটনাশক ও ভিটামিন তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তার কেপিএস আসিতেশ দত্ত, সহ কৃষি সম্প্রসারণ অধিকারিক দীপক কুমার পতি, আত্মার প্রসুন বিশ্বাস ও গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান। বীজ পেয়ে খুশী এলাকার চাষীরা।চাষী সাগর হাটুই বলেন বিনে পয়সায় বীজ পেয়ে খুব ভাল লাগছে।এবার দেখাযাক ফলন কেমন হয়।
প্রায় ১০০ একর জমিতে সরষে চাষের উদ্যোগ নিল সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তার করণ
Published By: Khabar India Online |
Published On: