পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে এখন জুমখেত থেকে ধান তোলার মৌসুম

Published By: Khabar India Online | Published On:

পিয়াল দত্ত, খবরইন্ডিয়াঅনলাইনঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে এখন জুমখেত থেকে ধান তোলার মৌসুম। এরপর শুরু হবে তিল, সুতাসহ নানা শাকসবজি তোলার কাজ। কোথাও একটি পরিবার, আবার কোথাও ‘মালেয়্যা’র (গ্রামের সবাই একসঙ্গে বিনা পারিশ্রমিকে একজনের খেতের ধান তুলে দেওয়া) মাধ্যমে জুমের ধান তোলার কাজ চলছে। কয়েক দিন পর শীতের আমেজ শুরু হবে পুরোদমে। তখন সুগন্ধি জুম চালের পিঠার গন্ধ ছড়িয়ে পড়বে আদিবাসী গ্রামগুলোতে। আধুনিকতার প্রভাবে অনেক রেওয়াজ উঠে গেলেও গ্রামীণ জনপদের আদিবাসীদের মধ্যে জুমের ধান তোলার পর সুগন্ধি চালের পিঠা আর জুমে উৎপাদিত ফল নিয়ে বরকে নিয়ে নববধূদের বাপের বাড়িতে যাওয়ার রেওয়াজ এখনো রয়ে গেছে। সহযোগিতায় SP ( SHUTTER SPEED )।

আরও পড়ুন -  Government Scheme: গরিবরা বিনামূল্যে গমের সাথে চিকিৎসা সুবিধা পাবে, কার্ড দিচ্ছে সরকার জনগণকে