26 C
Kolkata
Wednesday, May 8, 2024

Russia: হামলার মূল উদ্দেশ্য রাশিয়ানদের ‘ভয় দেখানোই’: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Must Read

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন, রাশিয়ার নাগরিকদের ‘ভয় দেখানোই’ এসব হামলার মূল উদ্দেশ্য। রুশ প্রেসিডেন্ট বলেন, কিইভের সন্ত্রাসী তৎপরতার পরিষ্কার নজির। তারা আমাদের উস্কানি দিচ্ছে। মস্কোতে ড্রোন হামলার ঘটনার পর পুতিন একথা বলেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন -  Russia: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের ক্লিনিকে, নিহত ২

রুশ প্রেসিডেন্ট বলেন, বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্তোষজনকভাবে সেই হুমকি মোকাবিলা করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত আটটি ড্রোন সামান্য ক্ষতি করেছে। কিয়েভ দায় অস্বীকার করেছে।

ইউক্রেনে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়ার রাজধানীতে একাধিক ড্রোন হামলার লক্ষ্যবস্তু হলো। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, কেউ গুরুতর আহত হয়নি। বেশ কয়েকটি ড্রোন মস্কোর অভিজাতপূর্ণ পশ্চিম শহরতলীতে পড়ে। এই স্থানে সাধারণত সিনিয়র রুশ কর্মকর্তারা বসবাস করেন। পরে অবশ্য জানানো হয়, হামলায় একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন -  Treason: ইউক্রেনের গোয়েন্দা প্রধান বরখাস্ত, বিশ্বাসঘাতকতার অভিযোগে

রাশিয়ান টিভিতে বক্তৃতাকালে প্রেসিডেন্ট পুতিন বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সদর দপ্তরে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলাটি চালানো হয়েছে। আসলেই এ ধরনের কোনও হামলা হয়েছে কিনা বিবিসি স্বাধীনভাবে তা যাচাই করতে পারেনি।

আরও পড়ুন -  চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত, নিহত ৩, ইউক্রেনে রুশ হামলায়

ছবিঃ সংগৃহীত

Latest News

Web Series: ঝড় উড়িয়েছে নেটজগতে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজটি, একদম বাচ্চাদের সামনে দেখবেন না

Web Series: ঝড় উড়িয়েছে নেটজগতে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজটি, একদম বাচ্চাদের সামনে দেখবেন না।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img