গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল, জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ

Published By: Khabar India Online | Published On:

বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন বিয়ের খবর। জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন গায়ক এবং সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। বুধবার পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। জীবনের নতুন এই সফরে ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে শুভ কামনা চেয়ে ইমরান বলেন, ‘আমাদের জন্য সবাই প্রথনা করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

আরও পড়ুন -  Web Series: শরীর গরম করে দেবে উল্লুর এই সাহসী ওয়েব সিরিজ, একা দেখুন, ভুলেও কারো সামনে নয়!

সাদামাটা আয়োজনেই বিয়ের আসরে বসেছেন ইমরান-জেরিন। ছিল না জমকালো আনুষ্ঠানিকতা। ইমরান বলেন, পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।

আরও পড়ুন -  Iman Chakraborty: ধুয়ে সাফ করে দিলেন ইমন, নিন্দুকদের ট্রোলের উত্তর

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে মিডিয়ায় পথচলা শুরু ইমরানের। চলচ্চিত্রে প্লেব্যাক করার পাশাপাশি একক গানেও সফল তিনি। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ গায়ক এবং শ্রেষ্ঠ সুরকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমরান।

আরও পড়ুন -  Swagatalakshmi Dasgupta: বৌভাতের অনুষ্ঠানে শিল্পীকে, ‘হু ইজ স্বাগতালক্ষ্মী?’

ছবিঃ সংগৃহীত