28 C
Kolkata
Wednesday, May 22, 2024

Devlina Kumar: হার মানাবে সিনেমার স্টোরিকে, গৌরব ও দেবলীনার প্রেম কাহিনী!

Must Read

একে অপরের জন্য তৈরি করেছিলেন বিধাতা। গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমার (Devlina Kumar)-কে।

সত্যি কথা হলো, গৌরবের বোন দেবলীনার বন্ধু ছিলেন। আগে থেকেই তাঁদের বাড়িতে দেবলীনার অবাধ যাতায়াত ছিল। সেই সময় গৌরব তাঁর সামনে দিয়ে হেঁটে গেলেও তাঁর গম্ভীর মুখ দেখে দেবলীনার মনে হত, গৌরব অত্যন্ত রাগী। তাঁর সাথে কথা বলতেন না দেবলীনা। গৌরবের সাথে আলাপ হওয়ার পর তাঁর ধারণা বদলে গিয়েছিল।

আরও পড়ুন -  গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো দেওয়া হয়েছিল, দেশের জন্য ইংরেজদের সামনে মুখ খোলেননি, প্রথম মহিলা রাজবন্দী ননীবালা !

প্রথম আলাপের পর গৌরবকে ধীরে ধীরে বুঝতে এবং জানতে পেরেছিলেন দেবলীনা। তিনি বুঝেছিলেন, গৌরব যথেষ্ট সাধারণ। তাঁর ভদ্র ব্যবহার মন কেড়ে নিয়েছিল দেবলীনার। সেই সময়ে তাঁর মণে গেঁথে গিয়েছিলো গৌরব। এরপর প্রেম, তারপর পরিণতি পেল সম্পর্কে। বাঁধা পড়লেন তাঁরা সাতপাকে। শুটিং-এর চাপ সামলে দেবলীনা এবং গৌরব বেরিয়ে পড়েন ঘুরতে। কখনও সখনও চলে যান ডিনার ডেটেও। দেবলীনা ভালোবাসেন সেলফি তুলতে। গৌরব যখন খাবার অর্ডার করতে ব্যস্ত, তখন দেবলীনা নিজের মোবাইলে কয়েকটি সেলফি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করে দিয়েছেন। ‘দিদি নং ওয়ান’-এর বিশেষ পর্বে দেবলীনা শেয়ার করেছিলেন গৌরবের সাথে প্রথম আলাপের কাহিনী।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

তাঁর কথা থেকেই জানা গেল, গৌরব যথেষ্ট লাজুক। যেচে কথা বলেন না তিনি। এই কারণে দেবলীনাই নিজে শুরু করেন কথা।

আরও পড়ুন -  Ankush Hazra: বর্তমানে শয্যাশায়ী অঙ্কুশ, সার্জারি হবে

কথা বলার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছিল। দেবলীনা এবং গৌরবের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট ভাইরাল হয়েছিল।

এখন গৌরব অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’-য়। অন্যদিকে, দেবলীনা অভিনয়ের পাশাপাশি ব্যস্ত তাঁর অধ্যাপনা এবং পিএইচডি’র পড়াশোনা নিয়ে।

আরও পড়ুন -  Titanic: ‘টাইটানিক’র নায়িকা, শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে

Latest News

Bullet Train: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়!

বুলেট ট্রেন: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়! ভারতীয় রেলের উন্নতিতে নতুন অধ্যায়! দ্রুতগামী ট্রেনের মাধ্যমে যাত্রীদের সময় বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img