Gold Price Today: সোনার দাম থমকে আছে, সুবর্ণ সুযোগ আজ!

Published By: Khabar India Online | Published On:

বিশ্বে বড় কয়েকটি দেশে যেমন, আমেরিকা এবং ইউরোপের ব্যাঙ্কিং সংকটের জন্য অর্থনৈতিক মন্দার আশঙ্কা কাজ করছে বিগত কয়েক সপ্তাহ ধরেই। সেই জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম।

বিশ্বজুড়ে বিপুল পরিমাণে সোনা কেনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি। বাজার বিশেষজ্ঞদের মতে, সোনার দাম বাড়ার মূল কারণ হল অন্যান্য দেশের এই ব্যাঙ্কিং সঙ্কট, ডলারের দুর্বলতা, শেয়ারবাজারে চাহিদা ও অনিশ্চয়তা। সোনায় দ্রুত বেড়েছে বিনিয়োগ।

আরও পড়ুন -  Gold Price: কিছুটা স্বস্তি দিয়েছে আজ সোনার দাম, শনিবার দরদাম কি বলছে?

গতকাল সোমবার কলকাতায় সোনার বাজারদর ছিল সামান্য নিচের দিকে। সপ্তাহের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সকালে বাজার খুলতেই বদলে গেল দৃশ্যটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল। সাথে এদিন বৃদ্ধি বা হ্রাস হল না রূপোর দামেও। চোখ রাখুন কলকাতায় আজকের সোনা ও রূপার দাম।

আজ কলকাতায় সোনার দাম (২৩.০৫.২০২৩-মঙ্গলবার)।

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৪১০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,২৯০ টাকা।

আরও পড়ুন -  Gold Price: সোনার দাম বেড়েছে, কিছু দিন সস্তা থাকার পর আবার মহার্ঘ এই সোনালি ধাতু

গতকাল কলকাতায় সোনার দাম (২২.০৫.২০২৩-সোমবার)।

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৪১০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,২৯০ টাকা।

আজকের দাম।

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (২৩.০৫.২০২৩-মঙ্গলবার)।

আরও পড়ুন -  Prime Minister: প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত স্বয়মপূর্ণা গোয়া কর্মসূচির, আলাপচারিতায় অংশ নিয়েছেন

৭৫,০০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (২২.০৫.২০২৩-সোমবার)
৭৫,০০০ টাকা প্রতি কেজি।

আজকের দাম।

০০ টাকা প্ৰতি কেজি।

মঙ্গলবার বিশ্ব বাজারে সামান্য নিম্নমুখী সোনার দাম। সোমবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৯৭৮.৫০ মার্কিন ডলার। আজ সামান্য কমে হয়েছে ১৯৬৩,৩০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই রকম পড়েনি।

প্রতীকী ছবি