Prime Minister James Marapi: প্রধানমন্ত্রী পাপুয়া নিউগিনির, প্রণাম করলেন মোদির পা ছুঁয়ে

Published By: Khabar India Online | Published On:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়েছেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপি অন্যরকমভাবে। রবিবার, ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশন (এফআইপিআইসি) সম্মেলনে যোগ দিতে পাপুয়ায় যান নরেন্দ্র মোদি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে এসে পা ছুঁয়ে প্রণাম করেন জেমস মারাপি।

 সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সাধারণত সূর্য ডোবার পর কোনো অতিথি পাপুয়ায় পৌঁছালে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয় না। নরেন্দ্র মোদির বেলায় দীর্ঘদিনের পুরনো সেই প্রথা ভেঙেছে পাপুয়া সরকার। প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে স্থানীয় সময় রাত দশটায় মোদি পাপুয়ায় পৌঁছান।

আরও পড়ুন -  Pakistan Parliament: তারিখ ঘোষণা হলো, পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়ার

পাপুয়া নিউগিনিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে, প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। তাতে ক্যাপশন ছিল, ‘পাপুয়া নিউগিনিতে পৌঁছেছি। আমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসায় আমি প্রধানমন্ত্রী জেমস মারাপির প্রতি কৃতজ্ঞ। এটি খুবই দারুণ অভিব্যক্তি ও আমি আজীবন মনে রাখব। এই মহান দেশের সঙ্গে ভারতের বন্ধনকে আরও দৃঢ় করার জন্য আমি মুখিয়ে আছি।’

আরও পড়ুন -  আবার লকডাউন হচ্ছে কেরলে, লাগামছাড়া করোনা সংক্রমণ

বিমানবন্দরে পৌঁছানোর পর নরেন্দ্র মোদিকে বিমানের সিঁড়ির গোঁড়ায় দাঁড়িয়ে স্বাগত জানান জেমস মারাপি। এসময় তারা পরস্পরকে আলিঙ্গন করেন। আলিঙ্গনের পরপরই জেমস মারাপি মোদির পা ছুঁয়ে প্রণাম করেন।ঘটনার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাপুয়া নিউগিনির ওয়েস্ট নিউ ব্রিটেন প্রদেশের গভর্নর শশীন্দ্রন মাথুভেল। তিনি জানান, প্রধানমন্ত্রী জেমস মারাপি মোদির প্রতি তার গভীর শ্রদ্ধার অংশ হিসেবেই তার পা ছুঁয়ে প্রণাম করেছেন।

আরও পড়ুন -  ডাঃ হর্ষবর্ধনের উপস্থিতিতে লোকসভার অধ্যক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের জন্য সংসদ‌ভবনে ষষ্ঠ মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছেন

উল্লেখ্য, নরেন্দ্র মোদি সরাসরি ভারত থেকে নয়, বরং জাপান থেকে পাপুয়া নিউগিনিতে পৌঁছান। পাপুয়ায় যাওয়ার আগে, প্রধানমন্ত্রী জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ বৈঠকেও যোগ দেন।

ছবিঃ সংগৃহীত