IPL 2023: চাঞ্চল্যকর টুইট করলেন জাদেজা উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ধোনির সঙ্গে, ‘কর্মফল তোমাকে ভুগতেই হবে’

Published By: Khabar India Online | Published On:

রবীন্দ্র জাদেজার সাথে মহেন্দ্র সিং ধোনির ঝগড়া ক্রিকেটের মাঠে। বিষয়টি মেনে নিতে পারছেন না ক্রিকেট দর্শকরা। রবীন্দ্র জাদেজার সাথে মহেন্দ্র সিং ধোনির বন্ধুত্বের কথা সকলের জানা। ক্রিকেটের ময়দানে তো বটেই, ক্রিকেট জগতের বাইরেও মহেন্দ্র সিং ধোনির সাথে বারবার দেখা গেছে রবীন্দ্র জাদেজাকে। কি এমন ঘটনা ঘটলো? মহেন্দ্র সিং ধোনির উপর ক্ষিপ্ত হয়ে উত্তপ্ত টুইট করলেন জাদেজা। জাড্ডুর সেই টুইট বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  Saba Karim: T20 দল থেকে বাদ দেওয়া উচিত, বিরাট-রোহিতকে, ভারতের প্রাক্তনীর মন্তব্য

গত শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রবীন্দ্র জাদেজার মধ্যে গরম বাক্য বিনিময় হতে দেখা গিয়েছিল। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল নেটিজেনদের মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লিকে হারানোর পর মাঠের মধ্যে যখন চেন্নাই সুপার কিংসের প্লেয়াররা প্লে-অফে পৌঁছানোর জন্য প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছিল, ঠিক তখনই জাদেজার সাথে গরম বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে ধোনিকে।

দুই কিংবদন্তির মধ্যে কি কথোপকথন হয়েছিল সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ্যে আসেনি। ভিডিওতে দেখা যাচ্ছে, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা মনোযোগ সহকারেই শুনছেন জাদেজা। কিন্তু জাদেজার হাসি বিহীন মুখ দেখে সহজেই অনুমান করা যাচ্ছিল ধোনির সঙ্গে মনোমালিন্য হচ্ছে।

আরও পড়ুন -  Team India: তরুণদেরও সুযোগ দিতে হবে…..,রবি শাস্ত্রী

সেই ঘটনার ২৪ ঘন্টা পার হওয়ার আগে বিস্ফোরক টুইট করেন জাদেজা। তিনি লিখেছেন, ‘কর্মফল তোমাকে পেতেই হবে। সেটা এখনই হোক বা দেরী করে, কিন্তু ভুগতে হবে তোমাকে।’ স্বাভাবিক ভাবেই মহেন্দ্র সিং ধোনি সাথে রবীন্দ্র জাদেজার মনমালিন্যের ঘটনা আলোচনায় রয়েছে সোশ্যাল মিডিয়ার জগতে।

আরও পড়ুন -  IPL 2023: চোট পেলেন নিতিশ কুমার রানা, শ্রেয়াস আইয়ারের পর, KKR শিবির দুঃস্বপ্নের মধ্যে