Gold Price Today: শেষদিনে একধাক্কায় কিছুটা কমের দিকে, কমল সোনার দাম, আজ দেখুন কেনা যায় কিনা?

Published By: Khabar India Online | Published On:

এখন জৈষ্ঠ্যের ঘরে বাংলা ক্যালেন্ডার। এই মাসও হল বাঙালির শুভ মাস। তীব্র দাবদাহকে উপেক্ষা করেই এই মাসে বাঙালি যুবক-যুবতীর সাতপাকে বাঁধা পড়ছেন। সেই কারণে এখন সর্বত্র ভিড় দেখা যায়। জামাকাপড়ের দোকানের পাশাপাশি গয়নার দোকানেও ভিড় বাড়ে। পাশাপাশি সোনার দাম নিয়েও এই সময় ক্রেতা ও বিক্রেতার মধ্যে কৌতুহল একটু বেশি থাকে।

গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজারদর ছিল সামান্য নিচের দিকে। আজ সপ্তাহের পঞ্চম দিন শুক্রবার সকালে বাজার খুলতে একই রইল আগের দিনের মতন। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম কিছুটা কমের দিকে। সাথে স্থিতিশীল অবস্থায় আছে রূপোর দাম। দেখে নিন, আজকের সোনা ও রূপার দাম।

আরও পড়ুন -  বাবার সিনেমায় ভাবনা, এই প্রথম

আজ কলকাতায় সোনার দাম (২০.০৫.২০২৩-শনিবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৮৬০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৭৯০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১৯.০৫.২০২৩-শুক্রবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৮৭০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৮০০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Hike: সোনা ও রূপার দাম, লক্ষ্মীবারে আবার বাড়লো, আঁতকে উঠবেন ১০ গ্রামের দাম শুনলে

আজকের দাম।

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ১০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ১০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (২০.০৫.২০২৩-শনিবার)
৭৪,৩০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Gold Price Today: মা লক্ষ্মীর কৃপায় আজ সাধারণের মুখে হাসি, মুখ থুবড়ে পড়ল সোনার দাম, আজই কি সুবর্ণ সুযোগ?

গতকাল কলকাতায় রূপোর দাম (১৯.০৫.২০২৩-শুক্রবার)
৭৪,৩০০ টাকা প্রতি কেজি।

আজকের দাম।

০০ টাকা প্ৰতি কেজি।

শনিবার বিশ্ব বাজারে সামান্য ঊর্ধ্বমুখী সোনার দাম। শুক্রবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৯৬১.৮০ মার্কিন ডলার। আজ তা সামান্য বেড়ে হয়েছে ১৯৭৭.৬০ মার্কিন ডলার।

প্রতীকী ছবি।