Prince Harry: বাঁচলেন হ্যারি ও মেগান, গাড়ি দুর্ঘটনা থেকে

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচেছেন। এ সময় গাড়িতে প্রিন্স হ্যারির শাশুড়িও ছিলেন। হ্যারির মুখপাত্র আজ বুধবার এসব তথ্য জানান।

মিজ ফাউন্ডেশন ফর উইমেনের একটি অনুষ্ঠানে হ্যারির স্ত্রী মেগানকে তার কাজের জন্য সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বের হয়ে আসার পর এই ঘটনা ঘটে। ফেরার সময় প্রায় দুই ঘণ্টা ধরে প্রিন্স হ্যারির গাড়ির পিছু নেয় পাপারাজ্জির গাড়ি। এতে ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন -  Firearms: আগ্নেয়াস্ত্র ক্রয় কঠোর করতে একমত সেনেট, যুক্তরাষ্ট্রে

তবে নিউইয়র্ক পুলিশ এ ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল ও মেগানের মা ডোরিয়া র‌্যাগল্যান্ড একটি ট্যাক্সিতে বসে আছেন।

আরও পড়ুন -  Green Baji: শব্দবাজি ফাটানো নিষেধ, সবুজ বাজি ব্যবহারে পরিবেশ দূষণ অনেক কম

১৯৯৭ সালে পাপারাজ্জিদের তাড়ার মুখে প্যারিসের টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন হ্যারির মা ডায়ানা।

সূত্রঃ রয়টার্স। ছবিঃ সংগৃহীত