Gold Price Today: পরিবর্তন হয়নি বুধবার সোনার দামে, সুযোগ আজ

Published By: Khabar India Online | Published On:

বেশি সোনা ব্যবহৃত হয় ভারতে বিশ্বের মধ্যে। বিয়ে থেকে শুরু করে সমস্ত রকম সামাজিক অনুষ্ঠানে এদেশের মানুষ সোনার গয়না উপহার দিয়ে থাকেন। বৈশাখ মাস শুরু হওয়ার পর থেকেই বাংলা নববর্ষের সঙ্গে বিয়েবাড়ি বা উপহারের জন্যও সোনার চাহিদা বাড়ে। এর মাঝেই রং বদলেছে সোনার দাম। সব রেকর্ড গড়েছে হলুদ ধাতু। এভাবে দাম বাড়তে থাকায় ক্রেতাদের মাথায় হাত। বিশেষত বিয়ের ভরা মৌসুমে গয়না কিনতে হবে যাদের। সাথে ব্যবসায়ীরাও চিন্তিত।

আরও পড়ুন -  জয়ের স্বাদ পেল মরক্কো বিশ্বকাপে এই প্রথম

গতকাল মঙ্গলবার কলকাতায় সোনার বাজারদর ছিল সামান্য নিম্নমুখী অবস্থায়। সপ্তাহের তৃতীয় দিন আজ বুধবার সকালে বাজার খুলতেই বদলে গেল রূপটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার রইল স্থিতিশীল। এদিন স্থিতিশীল রইল রূপোর দামও। একনজরে চোখ রাখুন কলকাতায় আজকের সোনার দাম।

আজ কলকাতায় সোনার দাম (১৭.০৫.২০২৩-বুধবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৯১০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৭৫০ টাকা।

আরও পড়ুন -  Gold Price: সোনার দাম আজকে কেমন! লক্ষ্মীবারে সোনালি ধাতু কিনতে খরচ কতো পড়বে?

গতকাল কলকাতায় সোনার দাম (১৬.০৫.২০২৩-মঙ্গলবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৯১০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৭৫০ টাকা।

আজকের দাম

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: স্বস্তি পেলেন ক্রেতারা, সোনার দাম এই হয়েছে

আজ কলকাতায় রূপার দাম (১৭.০৫.২০২৩-বুধবার)
৭৫,১০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (১৬.০৫.২০২৩-মঙ্গলবার)
৭৫,১০০ টাকা প্রতি কেজি।

আজকের দাম

০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বুধবার বিশ্ব বাজারে অনেকটা নিম্নমুখী সোনার দাম। মঙ্গলবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ২০১৬.৪০ মার্কিন ডলার। আজ কমে হয়েছে ১৯৯০.৫০ মার্কিন ডলার।

প্রতীকী ছবি