40 C
Kolkata
Monday, April 29, 2024

MS Dhoni: সুনীল গাভাস্কার সত্য প্রকাশ্যে আনলেন, সত্যিই অবসর নিচ্ছেন ধোনি, অটোগ্রাফ বুকে কেন নিলেন?

Must Read

ঘরের মাটিতে যেন বিদায় অনুষ্ঠান হল মহেন্দ্র সিং ধোনির গত রবিবার কলকাতার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। এই ম্যাচে পরাজয় ঘটেছে, কিন্তু মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের উদ্দীপনা মোটেই কম ছিলো না।

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার গ্রেম স্মিথ সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন,’আমি ধোনির সমর্থকদের দেখে অবাক। কোন শহরে চেন্নাই দল রয়েছে বা কোন স্টেডিয়ামে খেলা হচ্ছে এইসব কোনও ব্যাপারই নয়, ধোনি যেখানে খেলেছে সেখানে হলুদ সমুদ্র দেখা গিয়েছে।’

আরও পড়ুন -  Gautam Gambhir: স্মৃতিচারণের সময় বলেন, আমার জীবনে ক্রিকেটের জন্য আমি একবারই কেঁদেছি

কলকাতার বিপক্ষে মুখোমুখি হয়েছিল। যেখানে কলকাতার কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। খেলা শেষে নিজের সমর্থকদের বিদায় জানাতে মোটেও ভোলেননি। সতীর্থদের সঙ্গে নিয়ে মাঠ পরিক্রমা করেন মহেন্দ্র সিং ধোনি। সেই সময় তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে অটোগ্রাফ করা জার্সি ও টেনিস বল উপহার দেন। মহেন্দ্র সিং ধোনির সেই উপহার গ্রহণ করতে মরিয়া হয়ে উঠতে দেখা যায় সমস্ত স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের।

আরও পড়ুন -  Manju Singh: শোকস্তব্ধ ভারতীয় টেলিভিশন জগৎ, প্রয়াত মঞ্জু

আশ্চর্য ঘটনাটি ক্যামেরা বন্দি হয় ম্যাচ শেষে। হঠাৎ ধরাভাষ্য রুম থেকে ছুটে বেরিয়ে আসেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। মহেন্দ্র সিং ধোনির দিকে একটি মার্কার বাড়িয়ে দিয়ে অটোগ্রাফ চান তিনি। সুনীল গাভাস্কারের সেই প্রত্যাশা পূরণ করতে মোটেও দ্বিধাবোধ করেননি মহেন্দ্র সিং ধোনি। এদিন সুনীল গাভাস্কর সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন,’দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দল ও ভারতবর্ষের জন্য অনেক কিছু দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কে মহেন্দ্র সিং ধোনিকে ভালোবাসে না? ক্রিকেটের মধ্য দিয়ে এবং তরুণ প্রজন্মের কাছে রোল মডেল হয়েছে। ধোনি নিজেকে যেভাবে ধরে রেখেছে তা এক কথায় অকল্পনীয় ও চমৎকার বিষয়।’

আরও পড়ুন -  কুকীর্তি করলেন যুবতী, ৩ বৃদ্ধকে যৌনতার জালে ফাঁসিয়ে, ঘরের দরজা বন্ধ করে দেখবেন নতুন ওয়েব সিরিজটি

Latest News

Weather Update: বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কবে থেকে শুরু কালবৈশাখী

Weather Update: বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কবে থেকে শুরু কালবৈশাখী।  গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল, বছরের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img