30 C
Kolkata
Sunday, May 5, 2024

Gold Price Today: সোনার দাম স্থিতিশীল, লক্ষ্মীবারের সকালের বাজার

Must Read

সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার আশঙ্কা কাজ করছে বিগত কয়েক সপ্তাহ ধরেই। সেই জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। বিশ্বজুড়ে বিপুল পরিমাণে সোনা কেনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি। বাজার বিশেষজ্ঞদের মতে, সোনার দাম বাড়ার মূল কারণ হল অন্যান্য দেশের এই ব্যাঙ্কিং সঙ্কট, ডলারের দুর্বলতা, শেয়ারবাজারে চাহিদা ও অনিশ্চয়তা। সোনায় দ্রুত বেড়েছে বিনিয়োগ।
বুধবার কলকাতায় সোনার বাজারদর ছিল উর্ধমুখী। সপ্তাহের চতুর্থ দিন আজ বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বদলে গেল চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম স্থিতিশীল অবস্থায়। এদিন সামান্য হ্রাস পেল রূপোর একনজরে দেখে নিন কলকাতায় আজকের সোনার দাম।

আরও পড়ুন -  বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন

কলকাতায় সোনার দাম (১১.০৫.২০২৩-বৃহস্পতিবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,১৩০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৯৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (১০.০৫.২০২৩-বুধবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,১৩০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৯৫০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (১১.০৫.২০২৩-বৃহস্পতিবার)
৭৭,৬০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম থমকে আছে, সুবর্ণ সুযোগ আজ!

গতকাল কলকাতায় রূপোর দাম (১০.০৫.২০২৩-বুধবার)
৭৮,০০০ টাকা প্রতি কেজি।

আজকের মূল্যহ্রাস
৪০০ টাকা প্ৰতি কেজি।

মঙ্গলবার বিশ্ব বাজারে কিছুটা নিম্নমুখী সোনার দাম। মঙ্গলবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ২০৩০.৯০ মার্কিন ডলার। আজ তা সামান্য বেড়ে হয়েছে ২০৩০.৮০ মার্কিন ডলার। দেশীয় বাজারে আজ সোনার দাম রয়েছে স্থিতিশীল।

আরও পড়ুন -  Gold Price Today: শেষদিনে একধাক্কায় কিছুটা কমের দিকে, কমল সোনার দাম, আজ দেখুন কেনা যায় কিনা?

প্রতীকী ছবি

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img