Weather Update: মৌসম ভবনের বৃষ্টির পূর্বাভাস, মোকার প্রভাবে আবহাওয়া দপ্তর এই এই রাজ্যে সতর্কতা জারি করল

Published By: Khabar India Online | Published On:

সোমবার ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হতে পারে, ক্রমে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই মোকার প্রভাবে সোমবার থেকেই আন্দামানে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এর প্রভাবে আরো দুটি রাজ্যে বৃষ্টি হতে পারে। মৌসম ভবন জানিয়েছে, ৭ থেকে ৯ মে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পূর্ব উপকূলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে ভারতীয় মৌসম ভবনের বুলেটিনে।

আরও পড়ুন -  Hot Dance Video: সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন মুসকান, ভাইরাল হট ডান্স ভিডিও

আবহাওয়া বুলেটিন প্রকাশ করে মৌসম ভবন জানিয়েছে, “অন্ধ্রপ্রদেশের উত্তর ও দক্ষিণ উপকূল ও ইয়েনামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। রয়াল সীমায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।” মৌসম ভবন আরো জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম, পার্বতীপুরম, আনাকাপল্ল, গুন্টুর, নেল্লোর, এনটিআর, শ্রীকাকুলাম, চিত্তুর, তিরুপতি, কাড়াপা, আন্নামায়া ও প্রকাশম জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন -  Governor of West Bengal: নতুন গর্ভনর সিভি আনন্দ বোস, পশ্চিমবঙ্গে

উড়িষ্যার ১৮ টি জেলাতে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। পুরী, ভদ্রক, বালেশ্বর, কটক, জাজপুর ও কেন্দ্রপড়ায় বৃষ্টি হতে পারে। আন্দামানের সোমবার থেকে মোকার প্রভাবে বৃষ্টি হতে পারে। অপরদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে আন্দামানে।

আরও পড়ুন -  Web Series: গৃহবধূ গাড়ির ড্রাইভারের সাথে এই কাজ করে বসলেন, দৌড়াচ্ছে ভাইরালের দিকে রোমান্টিক ওয়েব সিরিজটি