31 C
Kolkata
Sunday, May 19, 2024

জরুরি অবস্থার অবসান ঘোষণা, কোভিড-১৯

Must Read

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, কোভিড-১৯ এখন আর বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা নয়। শুক্রবার এ ঘোষণা করে সংস্থাটি।

হু-এর ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন ইমার্জেন্সি কমিটি বৃহস্পতিবার (৪ মে) কোভিড-১৯ নিয়ে এর ১৫তম সভায় মহামারি নিয়ে আলোচনা করেছে। হু-এর ডিরেক্টর-জেনারেল তেদ্রোস আধানমও করোনাভাইরাসকে আর আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা নয় বলে মতৈক্যে পৌঁছেছেন।

আরও পড়ুন -  সোনু নিগম কুম্ভ মেলা নিয়ে কথা বলাতে, নেটিজেনদের কটাক্ষের শিকার

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তেদ্রোস বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে মহামারির পরিস্থিতি নিম্নমুখী রয়েছে। ফলে বেশিরভাগ দেশ কোভিড-১৯-এর আগের অবস্থায় ফিরে যেতে পেরেছে। আমি জরুরি কমিটির পরামর্শ গ্রহণ করে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা সমাপ্তির ঘোষণা করছি,।’

আরও পড়ুন -  ‘মিঠাই’ এর ‘উচ্ছেবাবু’, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, পাত্রী কে ?

২০২০ সালের জানুয়ারি মাসে করোনাভাইরাস মহামারিকে আন্তর্জাতিক পর্যায়ের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হু-এর তথ্যমতে বিশ্বে ৭৬৫ মিলিয়ন মানুষ করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় সাত মিলিয়ন।

ইউরোপে সবচেয়ে বেশি মানুষ কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুন -  কোভিড-১৯-এর জন্য কেন্দ্রীয় জৈবপ্রযুক্তি দপ্তরের সহায়তায় জাইডাসের টিকা জেডওয়াইসিওভি-ডি-র প্রথম পর্বের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার কাজ শুরু হয়েছে

গত তিন বছরের তুলনায় কোভিড-১৯-এ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা সবচেয়ে কম। এপ্রিলের শেষ সপ্তাহে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩,৫০০-এর বেশি মানুষ মারা গেছেন। এখনো কয়েকশ কোটি মানুষ করোনার টিকার বাইরে রয়েছেন।

সূত্রঃ সিএনএন। ছবিঃ সংগৃহীত

Latest News

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন।  ভোজপুরী সিনেমা: এক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img