লন্ডনে শুরু হতে যাচ্ছে লকডাউন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার মধ্যরাত থেকে লন্ডনে শুরু হতে যাচ্ছে লকডাউন। কড়াকড়ি এড়াতে লন্ডন শহর ছেড়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। তাই ছোট বড় আড়াই হাজারেরও বেশি জ্যামে আটকে আছে লন্ডন। আর এতে সব মিলিয়ে মোট জ্যামের দৈর্ঘ্য হয়েছে ১২০০ মাইল। খবর দ্যা মিররের।

আরও পড়ুন -  Namrata Malla: নায়িকার চেহারা দেখে ঘায়েল ভক্তরা, ভোজপুরি অভিনেত্রী

নর্থ সার্কুলারে ট্রাফিক জ্যাম ছাড়িয়েছে ৮ মাইলেরও বেশি। লন্ডনের মোট ২৪টি শহরের মধ্যে ১৬ টিতেই সবচেয়ে বেশি গাড়ির চাপ।

গাড়ির চালকদের অনেকে হতাশা জানিয়ে জ্যামের ছবি দিয়ে টুইট করছেন। একজন চালক জানান, ৫মিনিটের পথ যেতে ন্যূনতম ২ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন -  রাশিয়ায় বহুপাক্ষিক মহড়া জেডএপিএডি ২০২১ - এ অংশ নেওয়ার জন্য, ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি

লন্ডনের বাসিন্দারা শঙ্কা প্রকাশ করে জানান, আগামী মাস পর্যন্ত চলতে পারে লকডাউন। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, লকডাউন সত্ত্বেও আসছে বড়দিনের উৎসবে মানুষ তাদের পরিবারের কাছে ফিরতে পারবে।

আরও পড়ুন -  সাঁতার কেটে হাসপাতালে এসে রোগীর প্রাণ বাঁচালেন ৩ চিকিৎসক, কুর্নিশ নেট দুনিয়ায় !

এদিকে, করোনাভাইরাসে ব্রিটেনে প্রতিদিনই নতুন করে বাড়ছে মৃতের সংখ্যা। গত বুধবারও দেশটিতে ৪৯২ জন করোনায় প্রাণ হারিয়েছেন।