“শুধু তুমি”

Published By: Khabar India Online | Published On:

আমার একদিকে শুধু তুমি।

তুমি না থাকলে আমার জীবনের রঙ হয় না সারাটি,
প্রতিটি ক্ষণেই হৃদয়ে তোমার ছোঁয়া ছড়ায় না কি বাঁশি।
আমার মনের স্বর্ণময় স্তবকে সুরভিত করে তোমার কবিতা,
আমি লিখি প্রতিটি সারাটি কেবল আবার আবার তোমার জন্য মাত্র।

তারপর এসে বসে আছো আমার পাশে,
হৃদয়ে তোমার মধুর কথা গুঞ্জে যায় সর্বদা ভিতরে।
আমার জীবন একটি নদীর মতো,
তোমার কবিতা হল তার প্রবাহ আর তুমি হলে তার নদীতে ঝর্না হাওয়া।
আমার কবিতা সুদূর হলে তোমার কাছে পৌঁছায়,
আর তোমার স্পর্শ এক জনপ্রিয় হলে তার বুকে থাকা একটি আশা হয় জন্ম-জন্মান্তরে।

আরও পড়ুন -  Raja -Mampi: রাহুলকে নিজের ‘বচপান কা পেয়ার’ বলে স্বীকার করে নিলেন রুকমা ! রইলো ভিডিও

তারপর সব কবিতা লিখে সমাপ্তি হয়,
কিন্তু তোমার মনে সদা থাকে একটি প্রশ্ন?
কি সেই কবিতার অংশ হলাম আমি?
কি সেই মধুর বাণী আমার ছুঁয়ে গেছে হৃদয়ের মধ্যে?

আরও পড়ুন -  Dr. APJ Abdul Kalam: এপিজে আবদুল কালামের ৯১ তম জন্মদিবস, শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে পালিত হচ্ছে

তুমি কবিতা লিখো না কেন?
কি তোমার কাছে কবিতা লেখার স্বপ্ন নেই?
আমার হৃদয় ভরা কবিতার সাথে,
আমার মনের মধুর স্বরবিন্দু কোথায় তুমি?

কবিতা লেখা না কেন তুমি,
যেন আমি একা না থাকি সেই কবিতার মাঝে,
যেন আমার কবিতা আবার আকাশের মধ্যে উড়ে ফিরে,
তোমার মনের সাথে সম্পর্ক যখন যেন হয় আরো নির্মল এবং নির্ভরযোগ্য।

আরও পড়ুন -  সিএসআইআর উদ্ভাবিত সস্তায় ফেভিপিরাভিরের উৎপাদন পদ্ধতি মেসার্স সিপলা লিমিটেড ব্যবহার করছে, ওষুধের পুর্নব্যবহার ত্বরাণ্বিত করার জন্য এই উদ্যোগ