34 C
Kolkata
Sunday, May 19, 2024

তুরস্কের বিমানে গুলি

Must Read

তুরুস্কের একটি বিমানের ওপর গুলি চালানো হয়েছে সুদানের রাজধানী খার্তুমের পাশে একটি বিমান ঘাঁটিতে আসা বিমানে। কেউ হতাহত হয়নি। গুলির ঘটনায় বিমানটির জ্বালানি সিস্টেমে ব্যাপক ক্ষতি হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

গুলি চালানোর পরও বিমানটি ওয়াদি সিদনাতে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। তারপর এটিতে তল্লাশি চালানো হয়। সুদানের সেনাবাহিনী এ ঘটনার জন্য আধাসামরিক বাহিনীকে দায়ী করেছে। আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) থেকে অভিযোগ অস্বীকার করে বলেছে, জরুরি মানবিক প্রয়োজনে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির যে প্রতিশ্রুতি তারা দিয়েছে সেটি এখনো অবিচল আছে।

আরও পড়ুন -  Two Planes Collide: দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ মাঝ আকাশে, নিহত ৬

সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাওয়া সামরিক দলগুলো আরও তিনদিন যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে।

আগের যুদ্ধবিরতির মধ্যে হাজার হাজার মানুষ সুদান থেকে নিরাপদে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের উদ্ধারের ব্যবস্থা করেছে।

আরও পড়ুন -  Journalists: বিশ্বে ৪৬ সাংবাদিক নিহত, কারাগারে ৪৮৮

তুরস্কের ওই উড়োজাহাজটিও নাগরিকদের নিয়ে যেতে ওয়াদি সিদনা বিমানঘাঁটিতে গেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, তাদের উড়োজাহাজ হামলার শিকার হলেও ওয়াদি সিদনা এবং রেড সি উপকূলের নগরী পোর্ট সুদানে তাদের নাগরিকদের উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন -  Post Office Account: জেনে রাখুন এই নিয়মগুলি, পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকলে, কাটা যাবে টাকা না হলে

১৪ দিন আগে শুরু হওয়া সংঘাতে সুদানে এরইমধ্যে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছেন।

রাজধানী খার্তুম এর আশেপাশের নগরী জুড়ে মূল লড়াই চলছে। প্রায় এক কোটি মানুষের নগরী খার্তুমে বিদ্যুৎ, জল ও জ্বালানি নেই।

Latest News

ওয়েব সিরিজে রয়েছে রোম্যান্টিক, দারুন জনপ্রিয় হয়েছে, কিন্তু দেখবেন ঘর বন্ধ করে একলা

ওয়েব সিরিজে রয়েছে রোম্যান্টিক, দারুন জনপ্রিয় হয়েছে, কিন্তু দেখবেন ঘর বন্ধ করে একলা।  এই ওয়েব সিরিজ ১৮+উদ্ধের জন্য। আজকের দিনে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img