বিশ্বের অন্যতম পুরনো সংবাদপত্রের প্রিন্ট সংস্করণ বন্ধ হচ্ছে

Published By: Khabar India Online | Published On:

‘উইনার জাইটুং’ আর ছাপা হবে না, অস্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত। বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদপত্রগুলোর একটি। এখন থেকে প্রাথমিকভাবে পত্রিকাটির শুধু অনলাইন সংস্করণ চালু থাকবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্রটির ব্যাপারে অস্ট্রিয়ার পার্লামেন্ট বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন -  অষ্টম বেতন কমিশন: সরকারি কর্মীদের জন্য সুখবর, ন্যূনতম বেতন হবে ৩৪,৫৬০ টাকা

অনলাইন সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানায়, গত কয়েক বছর ধরেই পত্রিকাটির ভবিষ্যৎ নির্ধারণের ব্যাপারে পরিচালন কর্তৃপক্ষ ও সরকারের মধ্যে বিরোধ চলছিল।

জার্মান ভাষায় প্রকাশিত ‘উইনার জাইটুং’ ৩২০ বছরের পুরোনো একটি পত্রিকা। ১৭০৩ খ্রিষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয় ‘উইনারিশেস ডিয়ারিয়ম’ নামে। বর্তমান নামটি ১৭৮০ সালে গৃহীত হয়। আগে একটি বেসরকারি মালিকানায় ছিল। সপ্তাহে দুই বার প্রকাশিত হতো। অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রানৎস জোসেফের আমলে ১৮৫৭ সালে পত্রিকাটির জাতীয়করণ হয়। তারপর এটি সে দেশের প্রথম সরকারি সংবাদপত্রে রূপান্তরিত হয়েছিলো।

আরও পড়ুন -  যখন কয়লা কাণ্ডে সিবিআই বা ইডির অভিযান, বন্ধ হয়নি অবৈধ কয়লা কারবার !

ছবিঃ সংগৃহীত