Team India: আসন্ন এশিয়া কাপ ও ODI বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার, বড় দুঃসংবাদ

Published By: Khabar India Online | Published On:

এখন বিশ্বের প্রত্যেকটি দেশের তারকা ক্রিকেটাররা আইপিএলে পারফরম্যান্স করতে ব্যস্ত আছেন।

আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে সুদুর ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা।

এখানেই শেষ নয়, চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছাড়াও এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ খেলবে ভারত। এশিয়া কাপ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে পাকিস্তানকে, অন্যদিকে ওডিআই বিশ্বকাপের মেগা আসর আয়োজিত হবে ভারতের মাটিতে।

আরও পড়ুন -  Indian Cricketer: ভারতীয় এই ক্রিকেটার বন্ধুর বোনকে বিয়ে করেছেন, বর্তমানে দুজনে সুখে সংসার করছেন

এতগুলি মেগা আয়োজন থেকে ছিটকে গেছেন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠলেও মাঠে নামার জন্য এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হতে পারেননি ভারতের এই তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আরও পড়ুন -  Virat Kohli: কিং কোহলি ৩টি বিস্ময়কর রেকর্ড গড়লেন, একেই বলে অধিনায়কত্ব

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, তাকে ছাড়াই এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া।

জানিয়ে রাখি, ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কবলে পড়েন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার পর একাধিকবার তার পায়ে অস্ত্রপচার করা হয়েছে। এখন তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ধারাবাহিকতা বজায় থাকলে আগামী বছরের জানুয়ারি থেকে দলে পাওয়া যেতে পারে ঋষভ পন্থকে।

আরও পড়ুন -  রূপা গাঙ্গুলী বেসুরো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রাজনীতি জল্পনা