IPL 2023: আইপিএলে দিল্লির বিপক্ষে নজিরবিহীন রেকর্ড, ৪ ওভারে ১৬ ডট বল!

Published By: Khabar India Online | Published On:

ভারতের সুইং কিং ভুবনেশ্বর কুমার নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না, ফলে জাতীয় দল থেকেও নাম কাটা গেছে তার। কিন্তু আইপিএলে তার বিস্ময়কর প্রত্যাবর্তন, ভারতীয় দল নির্বাচকদের ভুল প্রমাণ করল। গতকাল দিল্লির বিপক্ষে ম্যাচে বিস্ময়কর পারফরমেন্স করে তিনি দেখিয়ে দিলেন, ‘এখনও ফুরিয়ে যাননি তিনি।’ শুধু তাই নয়, এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে নিখুঁত বোলার।

আরও পড়ুন -  T20 World Cup: একাধিক বড় নাম বাদ পড়তে পারে বিশ্বকাপে

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির বিপক্ষে ৭ রানে হেরেও একটি বিস্ময়কর রেকর্ড গড়েন ভুবনেশ্বর কুমার। দিল্লির বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচ করে ফিল সল্ট ও অক্ষর প্যাটেলের উইকেট তুলে নেন। তার বোলিং ফিগার ছিল ৪-০-১১-২। শক্তিশালী দিল্লীর বিপক্ষে ৪ ওভারে ১৬টি ডট বল করেন ভুবনেশ্বর কুমার! যা এখনও পর্যন্ত চলতি আইপিএলে একজন বোলার কর্তৃক সর্বোচ্চ ডট বল করার রেকর্ড।

আরও পড়ুন -  Cricket Record: ODI ক্রিকেটে বিস্ময়কর রেকর্ড, ১ বলে ১৭ রান! ভারতীয় এই ব্যাটসম্যানের

জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটে চরম ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ভুবনেশ্বর কুমার। আইপিএলে তার অনবদ্য পারফরমেন্স, ভারতীয় দল নির্বাচকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ‘ফুরিয়ে যাননি তিনি’।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। তবে ১৪৫ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ব্যাটিং শিবিরে ভাঙ্গন ধরে সানরাইজ হায়দ্রাবাদের। ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় সানরাইজ হায়দ্রাবাদ।

আরও পড়ুন -  Two Planes: দুর্ঘটনা এড়ালো দুই প্লেন, পাইলটের দক্ষতায় !