New Zealand: শক্তিশালী ভূমিকম্প নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার

Published By: Khabar India Online | Published On:

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সোমবার (২৪ এপ্রিল) সকালের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ ​​কিলোমিটার।

আরও পড়ুন -  Metro Rail: লক্ষ্মী পুজো উপলক্ষ্যে মেট্রো রেল, বুধবার ২১৪ টি ট্রেন পরিষেবা দেবে

শক্তিশালী এই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএএমএ)। বেশ কিছু সময় পর্যবেক্ষণ শেষে কোনো সুনামির শঙ্কা নেই বলে আশ্বস্ত করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  ডিপফেকের শিকার রশ্মিকা মান্দানার পর এবার ক্যাটরিনা কাইফের ছবি

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কেরমাডেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পের পর সুনামির কোনো ভয় নেই। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

গত ১৬ মার্চ একই দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন -  Earthquake in Turkey-Syria: ২ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পেঃ WHO