29 C
Kolkata
Friday, May 3, 2024

প্রেমের আঘাতে ভুগছি আমি!

Must Read

প্রেমের আঘাতে ভুগছি আমি!

প্রেম আসে মনের ভিতরে,
হৃদয়ে জ্বলে আগুন অনেক পরে।
তারপর সে ছুঁইয়ে যায়,
হারানো স্বপ্ন বুকের সুদূরে ঢাকে পায়।

প্রেম আসে স্নেহের আলোয়,
আঁধারে ছুঁয়ে দেয় বিশ্বাস নতুন করে।
তারপর সে ছুঁইয়ে যায়,
হারানো স্বপ্ন বুকের সুদূরে ঢাকে পায়।

প্রেম আসে মাঝে মাঝে,
সমস্ত পৃথিবী ছেড়ে যায় সেই মুহূর্তে।
তারপর সে ছুঁইয়ে যায়,
হারানো স্বপ্ন বুকের সুদূরে ঢাকে পায়।

আরও পড়ুন -  Naga Chaitanya: কার জন্য প্রেমে হাবুডুবু খাচ্ছেন, নাগা চৈতন্য ?

আঘাত নেই প্রেমের আগুনে,
শুধু প্রেম থাকে স্বপ্নের দুনিয়ায়।
তারপরও সে ছুঁইয়ে যায়,
হারানো স্বপ্ন বুকের সুদূরে ঢাকে পায়।

তারপর আমার বুকের দুঃখ নিমজ্জিত হয়ে যায়,
অনেক বেদনার সাগরে ভাসে জীবন ব্যথিত।
তারপর আমি করে নিতান্ত কাঁদি,
সে সময় আমার বুকে নেই কোনো হাসি।

আরও পড়ুন -  পরিবারের অসুস্থ শিশুর পাশে দাঁড়ালেন, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মন্ডল

তারপর সে চলে যায় নিজের পথে,
ছেড়ে গিয়ে আমাকে অপেক্ষায় সে থাকে।
তারপর আমি বলি নিজেকে আবার,
প্রেম একটি বিপদ, সে দেয় কোনো সুখ নয়।

তারপর আমি ভুলে যাই সব আশা সম্ভাবনা,
বসন্তের বৃষ্টি হলুদ বৃষ্টি হয়ে যায় ঝড় ধরে।
তারপর সে একদিন ফিরে আসে আবার,
আমার বুকে নতুন আশা ফুটে উঠে সেই কারণে।

আরও পড়ুন -  "রমণীর সুন্দর সৃষ্টি"

তারপর আমি বুঝি না প্রেমের সুখ-দুঃখের সীমা,
কত কথা হয় বলা কত আঁচ হয় ভাবাভাবি।
তারপর সে পুনরায় ছুঁইয়ে যায় আমার বুকে,
কার কাছে প্রেমের সুখ-দুঃখ জানে, কেউ না জানতে পারে না।

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img